Topper in Board Exam: জোর করে বিয়ে দিচ্ছিল পরিবার, সেই ছাত্রী বোর্ড পরীক্ষায় সবার সেরা, কী হতে চায় সে?

ছোটবেলাতেই বিয়ে হয়ে যাচ্ছিল ওই কিশোরীর। কিন্তু বিয়ে করতে চায়নি ওই কিশোরী। সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলেন। আর অন্ধ্রপ্রদেশে বোর্ড পরীক্ষার ফলাফল বের হতেই দেখা গেল ওই তরুণীই একেবারে শীর্ষ স্থানে রয়েছেন।

তার ফলাফল কার্যত তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। ছাত্রীর নাম এস নির্মলা। তিনি কুর্নুল জেলার পেড্ডা হরিবানম এলাকার বাসিন্দা। তিনি ওই বোর্ড পরীক্ষায় ৪৪০ নম্বরের মধ্য়ে ৪২১ নম্বর পেয়েছেন। শতাংশের হিসাবে তিনি পেয়েছেন ৯৫.৭ শতাংশ নম্বর। আগাগোড়া তিনি পড়াশোনায় অত্যন্ত ভালো। গত বছর তিনি দশম শ্রেণির পরীক্ষায় ৬০০র মধ্যে ৫৩৭ পেয়েছিলেন। তার প্রাপ্ত নম্বরের শতাংশ ছিল ৮৯.৫ শতাংশ।

তবে নির্মলার লড়াইটা এত সহজ ছিল না। বাড়ির লোকজনও তাঁকে সকাল সকাল বিয়ে দিতে চেয়েছিলেন। তাঁদের আরও তিন মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল। চার বোনের মধ্য়ে সবথেকে কনিষ্ঠ হলেন নির্মলা। তাকেও বিয়ে দিতে চেয়েছিল পরিবার। বাড়ির লোকজন তাকে বলে দিয়েছিল তোমার পড়াশোনার খরচ সামলানো আমাদের পক্ষে সম্ভব নয়। এদিকে কাছাকাছি কোনও জুনিয়র কলেজও নেই। সেক্ষেত্রে অত দূরে পড়তে যাওয়ার মতো সঙ্গতিও নেই তাদের। সব মিলিয়ে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল।

 

তবে নির্মলা পড়াশোনা চালিয়ে যেতে বদ্ধপরিকর। এরপর গত বছর তিনি স্থানীয় বিধায়কের কাছে গিয়ে তার সমস্যার কথা জানান। এরপর বিধায়ক ওই কিশোরীর কথা শুনে বিচলিত হয়ে পড়েন। এরপর তিনি জেলাশাসককে গোটা বিষয়টি জানান। এরপরই জেলা প্রশাসন এনিয়ে হস্তক্ষেপ করে। তারা দ্রুত নির্মলাকে উদ্ধার করে। তাকে যাতে বিয়ে দেওয়া না হয় সেকারণে দ্রুত পদক্ষেপ নেয় জেলা প্রশাসন।

এরপর জেলা প্রশাসন কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে তাকে ভর্তি করে দেয়। এই সুযোগটা হাতছাড়া করেনি ওই কিশোরী। এরপর পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেয় ওই কিশোরী। তারপর ফলও মিলেছে হাতেনাতে। তার ফলাফল দেখে অবাক অনেকেই। সকলকে টপকে তিনি একেবারে শীর্ষ স্থানে চলে এসেছেন।

বড় হয়ে কী হতে চায় নির্মলা?

নির্মলা জানিয়েছে বড় হয়ে সে আইপিএস হতে চায়। সে চায় যাতে আর কোনও নাবালিকাকে যেন এভাবে ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া না হয়। সেকারণে সে লড়াই চালিয়ে যাবে। অন্যান্য কিশোরীরাও যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে তার জন্য চেষ্টা করবে এস নির্মলা।