Worker beaten: অফিস থেকে ১ দিন ছুটি নেওয়ায় কর্মীকে বেধড়ক মারধর করল মালিক, থানায় অভিযোগ

অফিস থেকে ছুটি নেওয়ায় কর্মীকে বেধরক মারধর করল মালিক। ঘটনাটি ঘটেছে আমদাবাদের সিন্ধু ভবন রোডে। সেখানে অবস্থিত একটি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সংস্থার মালিক তার অফিসের এক কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কর্মী। তার ভিত্তিতে মালিকের বিরুদ্ধে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: মহিলাকে ফাঁড়িতে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ, সাসপেন্ড SI

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার। জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই কর্মী কিছু ব্যক্তিগত কাজের জন্য অফিস থেকে একদিনের ছুটি নিয়েছিলেন। এরপরের দিন বুধবার যখন তিনি অফিসে কাজে যোগ দেন তখনই ঘটে বিপত্তি। তার সঙ্গে মালিকের বচসা বাঁধে। এরপরই মালিক তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মালিকের দাবি,  ওই কর্মী ছুটিতে থাকার ফলে প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, আক্রান্ত কর্মীর অভিযোগ, তার মালিক তার বিরুদ্ধে অফিস থেকে টাকা নেওয়ার মিথ্যে অভিযোগে মারধর করেছে। এই ঘটনায় আক্রান্ত কর্মী বোদকদেব থানায় মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার বস কোনও পূর্ব তথ্য ছাড়াই সংস্থা থেকে ২ লক্ষ টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করেছেন।

কর্মীর আরও অভিযোগ, তিনি সত্যিই কোনও সমস্যার জন্য ছুটি নিয়েছিলেন কি না তা জানার জন্য কর্মীর মা ও পরিবারের অন্য সদস্যদের জামিনদার হিসেবে অফিসে ডেকেছিলেন বস। এরপর মালিক এবং তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে কর্মীর পরিবারের সদস্যদের তুমুল কথা কাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির অবনতি হয়। এরপরই মালিক আচমকা তার ওপর হামলা চালায়। পরিবারের সদস্যদের সামনেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।  বোদকদেব থানার পুলিশ মালিক এবং কর্মীর দুই সহযোগীর বিরুদ্ধে আঘাত, অকথ্য ভাষায় গালিগালাজ, ভয় দেখানো এবং প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে।

জানা গিয়েছে, ওই কর্মীর ৩ বছর ধরে সিন্ধু ভবন রোডে অবস্থিত ওই সংস্থায় চাকরি করছেন। কর্মীর কথায়, ‘বস আমাকে বলেছিলেন যে আমার অনুপস্থিতির কারণে সংস্থার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং আমার বিরুদ্ধে ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ করেছেন। আমি বসকে আমার বেতন থেকে সম পরিমাণ কেটে নিতে বলি। তারপরেও উনি আমাকে মারধর করেন।’