Fire breaks out at MHA office: স্বরাষ্ট্র মন্ত্রকে লাগল আগুন, পুড়ল নথি ও কম্পিউটারও, তখন অফিসে ছিলেন না শাহ

আগুন লাগল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে দ্বিতীয় তলে আগুন লাগে। প্রাথমিকভাবে যা খবর মিলেছে, তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আর যে সময় সেই ঘটনা ঘটেছিল, সেইসময় নর্থ ব্লকে ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন বলে দমকল বাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আগুন লাগল কীভাবে?

কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানানো হয়নি। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের আইসি ডিভিশনে (দ্বিতীয় তলে অবস্থিত) আগুন লেগেছে বলে সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ ফোন আস। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। মেরেকেটে ১৫ মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলা হয় আগুন। 

আরও পড়ুন: UPSC Civil Services 2023 Merit List: UPSC সিভিল সার্ভিসে প্রথম আদিত্য! চাকরির জন্য কোন ১০১৬ জনের নাম গেল? রইল তালিকা

দিল্লি ফায়ার সার্ভিসের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। সকাল ৯ টা ৩৫ মিনিট নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়।’ ওই আধিকারিক জানিয়েছেন যে ওই ঘটনায় কেউ আহত হননি। একটি ফোটোকপি মেশিন, কয়েকটি কম্পিউটার এবং কয়েকটি নথি পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের ওই আধিকারিক।

আরও পড়ুন: Modi vs Mamata over Ram Navami 2024: রামনবমী বন্ধ করার সব ষড়যন্ত্র করেছিল TMC, মমতার আর্জির পরই বালুরঘাটে দাবি মোদীর

উল্লেখ্য, শাহ আজ জম্মুতে প্রথম জনসভা করেন। সেখান থেকে তিনি বলেন, ‘বলপ্রয়োগ করে বিজেপি কাশ্মীরের জমি নিয়ে নেবে বলে যুবপ্রজন্মের মধ্যে যে ভুল ধারণা তৈরি করা হয়েছে, সেটা আমি দূর করতে চাই। বিজেপি সেইসব দলের মধ্যে পড়ে না, যে দলগুলি বলপ্রয়োগ করে জমি দখল করে। বরং বিজেপি মানুষের হৃদয় জিততে চায়।’ সেই সভার পরে তিনি আবার উত্তরাখণ্ডে গিয়েছেন। সেখান থেকে তিনি বলেন, ‘গাড়োয়ালের ফৌজিরা কাশ্মীরের জন্য নিজেদের রক্ত ঝরিয়েছেন। কিন্তু কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন যে কাশ্মীর নিয়ে ওদের কেন মাথাব্যথা হবে।’

আরও পড়ুন: একাধিক নেতাকে ধমক দিলেন অভিষেক, কোন্দল মিটিয়ে শুভেন্দু গড়ের দুটি আসন জেতার নির্দেশ