Glenn Maxwell wants a break from IPL 2024 Ricky Ponting comes in support

নয়াদিল্লি: চলতি আইপিএলের (IPL 2024) লিগ তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challenger Bengaluru)। নাগাড়ে পাঁচটি ম্যাচ হেরেছে দল। দল বাছাই থেকে তারকা ক্রিকেটারদের পরামর্শ, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। এইসবের মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) টুর্নামেন্ট থেকে সাময়িক বিরতির কথা বলেছেন।

২০২১ সালের আইপিএল আরসিবি ১৪.২৫ কোটি টাকার বিনিময়ে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল। তবে এ মরশুমে ‘বিগ শো’ একেবারেই ছন্দে নেই। মাত্র ৯৪-র স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩২ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বাদ দিয়েই মাঠে নেমেছিল আরসিবি। প্রাথমিক অনুমান ছিল তাঁর চোট সারেনি হয়তো। তবে ম্যাচ শেষে ম্যাক্সওয়েল নিজেই জানান কারণটা ভিন্ন। তিনি নিজেই সেই কারণটা সানরাইজার্স ম্যাচের পর জানান।

ম্যাক্সওয়েল বলেন, ‘আমার কাছে খুব সহজ সিদ্ধান্ত ছিল। আগের ম্যাচের পরই আমি ফাফ ডুপ্লেসি ও কোচের কাছে যাই আর বলি, অন্য় কাউকে দেখার সময় এসেছে। আমি আগেও এরকম সময়ে পড়েছি যখন খেলেই গিয়েছি আর আরও খারাপ করে গিয়েছি। আমার মনে হয়েছে নিজেকে মানসিক ও শারীরিক বিশ্রাম দেওয়ার এটাই আদর্শ সময়। যাতে যখন টুর্নামেন্টে ফিরব, মানসিক ও শারীরিক দিক থেকে এমন জায়গায় থাকব যাতে ম্যাচে প্রভাব ফেলতে পারি।’

ম্যাক্সওয়েলের স্বদেশীয় রিকি পন্টিং (Ricky Ponting) কিন্তু তাঁর পাশেই দাড়াচ্ছেন। অতীতে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লির হয়েও খেলেছেন ম্যাক্সওয়েল। তাই পন্টিং তাঁকে ভালভাবেই চেনেন। ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়ে অজি কিংবদন্তি তথা দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ বলেন, ‘বিরাট কোহলির পাশাপাশি গ্লেন ওই দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন। ওদের হয়ে খেলা কয়েকজন ক্রিকেটারের ওপর ভীষণ চাপ থাকে। পারফর্ম করতে না পারলে তো সাফল্যও মিলবে না। এখনও অবধি ওরা যা খেলেছে তারপর কয়েকজন ক্রিকেটারের ওপর চাপ বাড়বেই। আমি আজ সকালেই পড়লাম যে গ্লেন কয়েকটা ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আবার নতুন উদ্দীপনায় মাঠে নামতে আগ্রহী।’

পন্টিং যোগ করেন, ‘প্রত্যেকটি ব্যক্তি ভিন্ন। অনেকে এর মধ্যেও খেলা চালিয়ে যেতে চায়, লড়াই করে রান করে আত্মবিশ্বাস ফিরে পেতে চায়। আবার অনেকের একটু বিরতির প্রয়োজন হয়। কোচ হিসাবে ক্রিকেটাররা মানসিকভাবে কোন জায়গায় আছে, কী চাইছে, সেই বিষয়টা বোঝা তাই খুবই গুরুত্বপূর্ণ। এটাই সবার আগে বোঝার দরকার।’

আরও পড়ুন: খুড়িয়ে হাঁটা ধোনিকে সিঁড়ি ভাঙতে সাহায্য করার জন্য এগিয়ে এলেন রায়না, ভাইরাল হল ভিডিও

আরও দেখুন