IPL 2024 KKR team owner Shah Rukh Khan stays back in Kolkata to attend KKR vs RR match at Eden Gardens

সন্দীপ সরকার, কলকাতা: চক দে ইন্ডিয়া সিনেমায় তাঁর বিখ্যাত সেই সংলাপ মনে আছে? ভীষণ কড়া কোচ কবীর খান যখন বলছেন, প্রত্যেক দলে একজনই মস্তান থাকে, আর এই দলের মস্তান আমি।

বাস্তবের শাহরুখ খানও (Shah Rukh Khan) যেন তাই। তিনি থাকা মানেই প্রচারের যাবতীয় আলো তিনিই শুষে নেবেন। আশপাশের বাকি সব কিছু হয়ে যাবে ফিকে। ম্লান। আলটিমেট শো স্টপার। সাধে কি আর লোকে তাঁকে কিংগ খান বলে কুর্নিশ করে!

কলকাতা নাইট রাইডার্সেরও (KKR) সেরা চিয়ারলিডার তিনি। সেরা ইউএসপিও। কেকেআর ভাল কিছু করা মানে তিনি মাঠে থেকে উৎসবে মুড়ে দেবেন। একটা সময় ছিল যখন কেকেআর উইকেট নিলে বা চার-ছক্কা মারলে ইডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির রেলিং বেয়ে ওপরে উঠে পড়তেন শাহরুখ। তাতে গোটা দল আরও তেতে যেত। গ্যালারির শব্দব্রহ্মে কান পাতা দায় হতো।

এখন শাহরুখের বয়স বেড়েছে। আগের চেয়ে অস্থিরতা কমেছে। এখন রেলিং বেয়ে উঠে পড়েন না। বরং বারবার হাত তুলে ইশারা করে গ্যালারিকে আরও জোরে চিৎকার করতে বলেন। যাতে দলের ক্রিকেটারেরাও উত্তেজিত হয়ে পড়েন। চাপে পড়ে যায় বিপক্ষ। এমনি এমনি কী আর তাঁকে কেকেআরের সেরা চিয়ারলিডার বলা হয়।

রবিবার লখনউ সুপার জায়ান্টসকে দুরমুশ করার ৪৮ ঘণ্টার মধ্যে ফের ঘরের মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ এবার আরও শক্তিশালী। রাজস্থান রয়্যালস। যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর কেকেআর রয়েছে দুইয়ে। মঙ্গলবার কেকেআর জিতলে অবশ্য ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস সিংহাসনচ্যুত হবে। আর পয়েন্ট টেবিলের মসনদ দখল করবেন শ্রেয়স আইয়াররা।

এমন একটা ম্যাচে তিনি মাঠে থাকবেন না, তা আবার হয় নাকি! মঙ্গলবারও ইডেনে থাকছেন শাহরুখ কিংগ খান। সঙ্গে কন্যা সুহানা, কনিষ্ঠ পুত্র আব্রাম ও সুহানার বন্ধু তথা চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মঙ্গলবারও ম্যাচের মাঝে বারবার শাহরুখের গ্যালারি তাতানো আর ম্যাচ শেষে মাঠ প্রদক্ষিণের সময় বাজিগরের ক্যারিশমা দেখার জন্য মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

শনিবার কলকাতায় পা রেখেছিলেন শাহরুখ। রবিবার কেকেআর বনাম এলএসজি ম্যাচের পরেও তিনি থেকে গিয়েছেন তিলোত্তমায়। সোমবার সারাদিন ছুটির মেজাজেই ছিলেন। বাইপাসের ধারে টিমহোটেলেই সময় কাটিয়েছেন শাহরুখ। ছুটির মেজাজে।

কেকেআর ক্রিকেটারদেরও সোমবার বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজস্থান রয়্যালস সন্ধ্যায় ইডেনে গিয়ে মহড়া সারলেও, পরপর ম্যাচ খেলার ধকল কাটাতে বিশ্রামেই কাটালেন শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শুধু বিকেলে পুল সেশন ছিল। সেখানে ওয়াটার ভলিবল খেলেন রিঙ্কু, রাসেল, নারাইনরা। হইহুল্লোড়ে সময় কাটান কেকেআর ক্রিকেটারেরা।

তবে ভেতর ভেতর রাজস্থান ম্যাচের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। গত মরশুমে নাইটদের ডেরায় এসে নাইট-বধ করে গিয়েছিল রাজস্থান। এবার কি হবে, পূর্বাভাস করা দুষ্কর। তবে একটা ব্যাপার নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, শাহরুখ ম্যাজিকে মঙ্গলবারও মুগ্ধ হবে ক্রিকেটের নন্দনকানন।

আরও পড়ুন: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন