IPL 2024: Sachin Tendulkar X post goes viral after RCB vs SRH match get to know

বেঙ্গালুরু: গতকাল আরসিবি বনাম সানরাইজার্স ম্য়াচে একাধিক রেকর্ড হয়েছে। চলতি আইপিএলে (IPL 2024) সানরাইজার্স ২৭৭ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গতকালের আগে পর্যন্ত সেটিই ছিল টুর্নামেন্টে কোনও একটি দলের এক ইনিংসে করা সর্বোচ্চ রান। আরসিবির (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে সোমবারের ম্য়াচে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স (Sunrisers Hyaderabad) প্রথমে ব্যাট করে। রান তাড়া করতে নেমে ২৬২ রান বোর্ডে তুলে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল। মোট ৩৮টি ছক্কা হাঁকিয়েছিল দুটো দল গতকালের ম্য়াচে। সেটিও আইপিএলের ইতিহাসে কোনও একটি ম্য়াচে সর্বাধিক। অন্যদিকে, গতকালের ম্য়াচে মোট ৮১টি বাউন্ডারি হাঁকিয়েছিল দুটো দল। সেটিও কোনও টি-টোয়েন্টি ম্য়াচে সর্বাধিক। আর এমন মারকাটারি ব্যাটিং দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরেরও। তিনি এবার তরুণ প্রজন্মের কাছে প্রশ্ন তুলেছেন যে, আদৌ কেউ কি বোলার হতে চাইবে? দেখে নেওয়া যাক সচিন তাঁর এক্স হ্যান্ডেলে কী পোস্ট করেছেন-

 

সচিন তাঁর পোস্টে লিখেছেন, ”কী অসাধারণ পাওয়ার হিটিং দেখতে পেলাম সানরাইজার্স ও আরসিবির ব্যাটারদের থেকে। ৪০ ওভারে মোট বোর্ডে উঠল ৫৪৯ রান। কে বোলার হতে চান?”

গতকাল, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্য়াক্সওয়েলের মত তারকাদের একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিল আরসিবি। কিন্তু ফাফের সিদ্ধান্ত কোনও কাজেই আসেনি। হেড ও অভিষেক মিলে সানরাইজার্সের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। হেড ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রতি ম্য়াচে নেমে সানরাইজার্স জার্সিতে প্রতি ম্য়াচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। সোমবারও ঝড় তুললেন চিন্নাস্বামীতে। ৪১ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডার ও ৮টি ছক্কা হাঁকান তিনি। অভিষেকও বাদ যাননি। ২২ বলে ৩৪ রান করেন তিনি। এরপর মিডল অর্ডারে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন। ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ২টো বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। রান তাড়া করতে নেমে ডু প্লেসি ও বিরাটও ঝড় তোলেন। ২৮ বলে ৬২ রান করে ডু প্লেসি। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। লোয়ার মিডল অর্ডারে ৩৫ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তিনি ৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান। যদিও ম্য়াচ হেরে যায় আরসিবি। কিন্তু বোর্ডে তারা তুলে নেয় ২৬২ রান। 

আরও দেখুন