KKR vs RR Match Highlights: নারাইন ঝড় ম্লান করে ইডেনে জস দ্য বস, রেকর্ড রান তাড়া করে কেকেআরের ডেরায় হল্লা বোল

<p><strong>সন্দীপ সরকার, কলকাতা:&nbsp;</strong>এক ঘণ্টা ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে চোখধাঁধানো সেঞ্চুরি করার পর সুনীল নারাইন কি আদৌ ভাবতে পেরেছিলেন যে, বল হাতেও তাঁকেই দলকে উদ্ধার করার জন্য হাত ঘোরাতে হবে? পায়ের পেশির টান সামলেও?</p>
<p>সাড়ে তিন ঘণ্টা ইডেন গার্ডেন্সের বি ব্লকের ভিআইপি বক্সের ব্যালকনিতে কখনও বসে আর বেশিরভাগ সময়টা দাঁড়িয়ে কাটানোর পর শাহরুখ খান কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন যে, তাঁকে শেষ আধ ঘণ্টা চরম উৎকণ্ঠায় কাটাতে হবে?</p>
<p><a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a> কি কল্পনা করেছিলেন যে, প্রথমে ব্যাট করে নারাইনের ঝোড়ো সেঞ্চুরি আর স্কোরবোর্ডে ২২৩ রান তোলার পরেও কার্যত ওয়ান ম্যান শো-এর কাছে আটকে যেতে হবে তাঁকে ও তাঁর দলকে?</p>
<p><a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>ের সেঞ্চুরি। গ্যালারিতে শাহরুখ খানের ক্যারিশমা। সব কিছু ম্লান করে দিলেন একজন। জস বাটলার। ৫৫ বলে সেঞ্চুরি। ৬০ বলে অপরাজিত ১০৭ রান। নারাইনের ৫৬ বলে ১০৯ রানের ঝড়ও ঢাকা পড়ল বাটলারের দৌরাত্ম্যে। সোমবার প্রস্তুতিতেই ইডেনে ব্যাট হাতে চাবুক চালিয়েছিলেন। মঙ্গলবার তাই আছড়ে পড়ল নাইট শিবিরে। ছন্নছাড়া হয়ে গেল <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> বোলিং। ২২৩ তাড়া করে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রাজস্থান। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির এটাই। ২ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করে নিল রাজস্থান।</p>