Scientists Warned About Absence Of Nutritional Label On Online Food Menu Bengali News

Nutritional Label Absence In Online Food Menu: খাবার রান্না করতে ইচ্ছে করছে না? অথবা আজ বাইরের খাবার খেতেই মন চাইছে ? এমনটা মনে হলেই অনেকে খাবার আনিয়ে নেন বাইরে থেকে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিয়ে দিন। কিন্তু এর থেকেই বাড়ছে স্বাস্থ্যের সমস্যা। কারণ এই ধরনের খাবারের মধ্যে রয়েছে একটি বিশেষ গ্যাঁড়াকল। আর তা হল খাবারের উপাদান সম্পর্কে কোনও তথ্য না থাকা। বাজারচতি প্যাক করা নানা খাবারে খাবার সম্পর্কে নানা তথ্য থাকে। একটি লাইসেন্স প্রাপ্ত সংস্থার থেকে কেনা খাবারের প্যাকেটের পিছনে গুণাগুণ বিশদে লেখা থাকে‌। কিন্তু এই গুণাগুণের কোনও চিহ্নই নেই অনলাইন খাবারগুলিতে। গবেষকদের ‘তল্লাশি’তে দেখা গিয়েছে মাত্র ৬ শতাংশ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ এই নিয়ম মেনে চলে। 

খাবারের গুণাগুণ কতটা ?

খাবারের গুণাগুণ কতটা তা জানার উপায় ওই খাবারের প্যাকেটের গায়ে লেখা নিউট্রিশনাল ইনফরমেশন অর্থাৎ পুষ্টিগত তথ্য মারফত। কিন্তু অনলাইনে বাড়িতে আনানো খাবারের বেলায় সে সবের কোন বালাই নেই‌। ফলে খাবারে আদৌ কতটা গুণ রয়েছে নাকি কোন গুনই নেই, তা জানার কোন উপায় থাকে না।

কী বলছেন গবেষকরা ? 

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে পাবলিক হেলথ নিউট্রিশন নামের আন্তর্জাতিক জার্নালে। উবেরইটস, মেনুলগ ও ডেলিভারু থেকে মোট ৪৮২টি মেনু বেছে নিয়ে এই পরীক্ষানিরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে মাত্র ছয় শতাংশ ক্ষেত্রে খাবারের পুষ্টিগত তথ্য দেওয়া হচ্ছে। বাকি ক্ষেত্রে ক্রেতারা পুরোপুরি অন্ধকারের মধ্যেই থাকছেন। এই প্রসঙ্গে প্রধান গবেষক সিসি জিয়া সংবাদমাধ্যমকে বলেন, খাবারের পুষ্টিগত তথ্য নিয়ে একাধিক গবেষণা এর আগে হয়েছে। বাস্তব অভিজ্ঞতা বলছে, অধিকাংশ ক্ষেত্রে ক্রেতারা অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবারকেই বেছে নেন। যা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়।

বাড়ছে লাইফস্টাইল ডিজিজ

লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপনের কায়দার জেরেই নানা রোগ বাসা বাঁধছে মানবশরীরে। সম্প্রতি যে রোগগুলির কারণে মৃত্যু হার বাড়ছে, তার মধ্য়ে অধিকাংশই লাইফস্টাইল ডিজিজ। হার্ট, কিডনি, লিভারের সমস্যা, পেটের সমস্যা, ডায়াবেটিস ও বিভিন্ন ধরনের ক্য়ানসারের পিছনে অন্যতম দায়ী অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার। এই ব্যাপারেই সতর্ক করছেন গবেষকরাও।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র – আইএএনএস

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন – Summer Health Tips: গরমে কেন বাড়বাড়ন্ত অ্যাজ়মার ? কীভাবে ঠেকাবেন শ্বাসকষ্ট ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন