Shah on Maoists death: ভারতে ১ জনও মাওবাদী থাকবে না! ২৯ নকশাল খতম হতেই হুংকার শাহের, কংগ্রেস কী বলল?

শীঘ্রই এমন দিন আসতে চলেছে, যেদিন ভারতে একজনও মাওবাদী থাকবে না। হুংকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছত্তিশগড়ের বস্তারের কাঙ্কের জেলায় কমপক্ষে ২৯ জন মাওবাদীর মৃত্যুর পরে একেবারে দীপ্তকণ্ঠে শাহ বলেন, ‘ছত্তিশগড়ে সুরক্ষা বাহিনীর অভিযানে আজ প্রচুর নকশালের মৃত্যু হয়েছে। নিজের অদম্য সাহসিকতার মাধ্যমে সুরক্ষা বাহিনীর যে জওয়ানরা এই অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। যে যে বীর পুলিশকর্মীরা (ওই এনকাউন্টারে) আহত হয়েছেন, তাঁদের সুস্বাস্থ্য কামনা করছি। উন্নয়ন, শান্তি এবং যুবপ্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে সবথেকে বড় শত্রু হল নকশালবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশকে নকশালবাদের হাত থেকে মুক্ত করতে বদ্ধপরিকর আমরা। সরকারের কঠোর নীতি এবং সুরক্ষা বাহিনীর পরিশ্রমের কারণে আজ নকশালবাদ শুধুমাত্র ছোট একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে হিয়েছে। শীঘ্রই সম্পূর্ণভাবে নকশাল মুক্ত হয়ে যাবে ছত্তিশগড়-সহ পুরো দেশ।’

মাওবাদী অভিযানে ঠিক কী হয়েছিল?

ছত্তিশগড় পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মাওবাদী-বিরোধী অভিযানে যান ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) জওয়ানরা। ছোটেবেথিয়া থানার অন্তর্গত বিনাগুড়া গ্রামের কাছে জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে কমপক্ষে ২৯ জন মাওবাদীকে খতম করা হয়েছে। আহত হয়েছেন তিন পুলিশ আধিকারিক। আপাতত তাঁদের বিপদ কেটে গিয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি একে-৪৭ রাইফেল এবং তিনটি লাইট মেশিন গান উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: Exclusive Naxalbari Ground Zero Report: ‘পথটাই ভুল ছিল!’ নকশালবাড়িতে বসে অকপটে স্বীকার কানু সান্যালের সহযোদ্ধা শান্তির

সাড়ে চার মাসে ৬৮ জন মাওবাদীকে খতম

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের এনকাউন্টারের পরে ২০২৩ সালের ডিসেম্বর থেকে বস্তার এলাকায় একাধিক গুলির লড়াইয়ের ঘটনায় ৬৮ জন মাওবাদীকে খতম করেছে সুরক্ষা বাহিনী। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৭ জন সাধারণ নাগরিক এবং সুরক্ষা বাহিনীর ছ’জন জওয়ানের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে সুরক্ষা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে ৭০টি এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। তাতে ২২ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। ৩৯৪ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: UPSC Tips by 3rd Ananya: প্রথমবারেই UPSC সিভিল সার্ভিসে তৃতীয় অনন্যা! মেয়েদের মধ্যে প্রথম, কী টিপস দিলেন?

কংগ্রেসের প্রতিক্রিয়া

মঙ্গলবার এনকাউন্টারের প্রসঙ্গে কংগ্রেসের প্রধান মুখপাত্র সুশীল আনন্দ শুক্লা বলেন, ‘এটা সুরক্ষা বাহিনীর বড় সাফল্য। রাজ্য থেকে নকশালবাদকে মুছে ফেলতে বিজেপি সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করবে কংগ্রেস।’

আরও পড়ুন: SC on Ballot Paper vs EVM: ব্যালটে ভোটের সময় কী হত, সেটা ভুলে যাইনি, EVM-তে আস্থা SC-র, উঠে এল বাংলার কথাও