Sumit Nagal gets UK visa appoint after social media post clear to play Wimbledon 2024

নয়াদিল্লি: চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন সুমিত নাগাল। একের পর এক টুর্নামেন্টে নিজের প্রতিভার প্রদর্শন দিয়ে চলেছেন। সম্প্রতি নিজের কেরিয়ারের সেরা সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়েও পৌঁছেছেন তিনি। তবে যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে তাঁকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যার জেরে উইম্বলডনে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। অবশেষে সেই সমস্যা মিটল। ব্রিটেনের ভিসা পাওয়ায় আর বাধা রইল না তাঁর।

১ জুলাই থেকে ১৪ জুলাই এবারের উইম্বলডনের আসর বসবে। সেখানে সুমিত নাগালের ভাল পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ভারতবাসীরা। তবে ব্রিটেনের ভিসা পাওয়ার জন্য কিছু নথিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল নাগালকে। ব্রিটেন আধিকারিকদের সাহায্য চেয়েও প্রাথমিকভাবে কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে সমস্যার সমাধান পেতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন সুমিত নাগাল। সোশ্যাল মিডিয়ায় নাগালের আবেদন ব্রিটেন ভিসা আধিকারিকদের নজরে পড়ে। দ্রুতই সুরাহাও মেলে।

 

সমস্যার সমাধানের পর ব্রিটেন আধিকারিকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নাগাল। সমস্যা মিটে যাওয়ায় দ্রুতই ব্রিটেনের ভিসা পেয়ে যাবেন ভারতীয় তারকা, এমনটাই আশা। ২৬ বছর বয়সি সুমিত নাগাল সদ্যই মন্টি কার্লো মাস্টার্সে নিজের পারফরম্যান্সে আবারও নজর কেড়েছেন। ১৯৭৭ সালে বিজয় অমৃতরাজ এবং ১৯৮২ সালে রমেশ কৃষ্ণনের পর মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পান নাগাল। ইতালির ফ্লাভিও কবল্লি এবং আর্জেন্তিনার ফাকুন্দো দিয়াজ অ্যাকোস্টাকে হারিয়ে টুর্নামেন্টের মূলপর্বে খেলার ছাড়পত্র পান।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ইতালির ৩৮ নম্বর ব়্যাঙ্কধারী মাত্তেও আর্নাল্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় হিসাবে ক্লে কোর্টে এটিপি মাস্টার্স ১০০০-র ম্যাচ জেতেন নাগাল। এই জয়ের দৌলতে নাগাল ১৩ ধাপ এগিয়ে আসেন। এটিপি ব়্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ার সেরা ৮০ নম্বরে উঠে আসেন তিনি। তাঁর সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, সেই আশাই করবেন সকল ভারতীয় টেনিসপ্রেমী।       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IPL লিগ টেবিলে লাস্টবয় RCB, নাগাড়ে পাঁচ হারের পর মালিকানা বদলের ডাক ক্ষুব্ধ মহেশ ভূপতির

আরও দেখুন