Governor appoints VC: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাদবপুর সহ ৫ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাদবপুর সহ রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যের তালিকা থেকে বেছে নেওয়া ছয় উপাচার্যকে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে নিয়োগ করলেন রাজ্য।

এর ফলে যাদবপুরের অস্থায়ী উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত। অন্য দিকে যাদপুরের পাশাপাশি রাজ্যের আর পাঁচ বিদ্যালয়েও উপাচার্য নিয়োগ করা হয়েছে। এই পাঁচ বিশ্ববিদ্যালয় হল ও তাদের অস্থায়ী উপাচার্য হলেন যথাক্রমে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রেম পোদ্দার, সাধু রাম সিএইএনডি মুর্মু ইউনিভার্সিটি ঝাড়গ্রামের অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি (ঠাকুরনগর )-র অধ্যাপকর তপন কুমার, বিশ্বাসরানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি – অধ্যাপক আশুতোষ ঘোষ।

আরও পড়ুন। রাজ্যের তালিকা থেকেই উপাচার্য নিয়োগ, সুপ্রিম নির্দেশকে স্বাগত বোসের

উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, রাজ্যের দেওয়া তালিকা থেকে যে ছজনকে বাছা হয়েছে তাঁদের অবিলম্বে নিয়োগ করা হোক। আগামী এক সপ্তাহের মধ্যে ওই ৬জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত। এক সপ্তাহ যাওয়ার আগেই উপাচার্য নিয়োগে শীলমোহর দিলেন তিনি।

এছাড়া আদালত নির্দেশ দিয়েছে, ওই ছটি ছাড়া রাজ্যের অধীনে থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলিতেও উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করতে। রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে বাছাই নামের তালিকা পাঠাতে বলেছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করছে, রাজ্যের পাঠানো তালিকা থেকে বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেবেন রাজ্যপাল।

আরও পড়ুন। স্বল্প ব্যয়ে প্রচুর আয়! কম দামের সামগ্রী ব্যবহার গার্ডেনরিচে,বলেছে তদন্ত রিপোর্ট

আরও পড়ুন। শান্তি শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কা, রামনবমী পালনের অনুমতির পরেও প্রত্যাহার JU-র

তবে বিভ্রান্তি কাটাতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ‘রাজ্য নয় আচার্যই হলেন নিয়োগ কর্তা।’ সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করে দিয়েছে, রাজ্যের পাঠানো তালিকা থেকে বেছে নিতে হবে উপাচার্য।