Indian Ambassador slams Congress: ‘মোদী বিরোধী’ সম্পাদকীয়র জবাবে বিদেশি সংবাদপত্রে কংগ্রেসকে তোপ ভারতীয় কূটনীতিকের!

আয়ারল্যান্ডের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ‘দ্য আইরিশ টাইমস’-এ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে একটি সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই সম্পাদকীয়র প্রতিবাদে আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র একটি চিঠি লিখেছিলেন দ্য আইরিশ টাইমসকে। আর সেই চিঠিতে তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে এবার এই কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপের জন্যে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসে গত ১৫ এপ্রিল। অখিলেশের লেখা চিঠিটি সেদিন আয়ারল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে পোস্ট করা হয়েছিল এক্স হ্যান্ডেলে। এরপরই সেটা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। (আরও পড়ুন: কত আসন পাবে BJP? ভবিষ্যদ্বাণী করে ‘INDIA সরকারে’ নিজের ভূমিকা বাতলে দিলেন মমতা)

আরও পড়ুন: বাংলায় TMC-কে পিছনে ফেলবে BJP, বলেছিলেন PK, পুরনো বন্ধুকে এবার জবাব দিলেন মমতা

উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার ঘটনা প্রসঙ্গে মোদীকে নিয়ে সম্পাদকীয় প্রকাশিত হয়েছিল দ্য আইরিশ টাইমসে। সেখানে লেখা হয়েছিল, ‘মোদীর নেতৃত্বে ভারতের কেন্দ্রীয় সরকার বিরোধীদের বাকস্বাধীনতার খর্ব করছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে শতাধিক রাজনৈতিক মামলা করা হচ্ছে কর ফাঁকি এবং দুর্নীতির নামে। ভারতের গণতান্ত্রিক স্বীকৃতি মারাত্মকভাবে কলঙ্কিত হয়েছে এই সব কারণে।’

আরও পড়ুন: তাঁর সময়ে টিকিট না পাওয়া অভিজিৎকে ডায়মন্ডে প্রার্থী করল BJP, কী বলছেন দিলীপ ঘোষ

সেই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘ভারতে বর্তমানে অসহিষ্ণু হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ চলছে’। এই সম্পাদকীয়র জবাবে ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ একটি রিজয়েন্ডার পাঠান দ্য আইরিশ টাইমসকে। সেখানে তিনি লিখেছেন, ‘গোটা ব্যবস্থার গভীরে প্রবেশ করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই (ভারতের একটি একক পরিবারতান্ত্রিক দলের ৫৫ বছরের শাসন দ্বারা তৈরি, যার মধ্যে স্বাধীনতার পরপর প্রথম ৩০ বছর তারাই ক্ষমতায় ছিল)করার জন্যেই মোদীর জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।’ এই আবহে কংগ্রেস মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গতকালই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অখিলেশের নিন্দা করেন।

আরও পড়ুন: মমতার সরকারের কোচিং সেন্টারে পড়েই UPSC পাশ ৭ জনের, কার কত ব়্যাঙ্ক হল?

জয়রাম রমেশ ভারতীয় দূতাবাসের পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একজন কূটনীতিক ভারত সরকারের হয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তবে এভাবে প্রকাশ্যে দেশের বিরোধী দলের সমালোচনা একজন রাষ্ট্রদূতের থেকে মেনে নেওয়া যায় না। তিনি যদি রাজনৈতিক কারণেও নিযুক্ত হন, তাও এটা গ্রহণযোগ্য নয়। এটা তাঁর অপেশাদারিত্বের নিদর্শন এবং এই আচরণ অসম্মানজনক। কিন্তু আমি মনে করি মোদী কোর্সে এটাই স্বাভাবিক।’