ED on Kejriwal Sugar Issue: জেলে জোর করে আম, মিষ্টি খাচ্ছেন কেজরি, ‘সুগার’ দেখিয়ে জামিনের চেষ্টা! কোর্টে দাবি EDর

আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এরপর কেজরিওয়াল দিল্লি কোর্টে আবেদন করেন যাতে তার সুগার লেভেল মনিটার করা হয়। এই মামলার শুনানির সময় ইডি দাবি করেছে, জেলে বসে জোর করে আম, মিষ্টি খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির দাবি, জোর করে চায়ে চিনি নিয়েও খাচ্ছেন কেজরিয়াল। ইডির দাবি, এইভাবে নিজের সুগারের লেভেলের কারণ দেখিয়েকেজরিওয়াল জমি পোক্ত করছেন তাঁর জামিনের জন্য। যাতে তাঁর সুগার লেভেল ওঠানামা করছে, এমনটা তুলে ধরে কেজরিওয়াল জামিনের রাস্তা মসৃণ করতে পারেন, তার জন্যই তিনি জেলে আম, মিষ্টি, চায়ে চিনি খাচ্ছেন বলে দাবি ইডির।

সুগার লেভেল নজরে রাখতে দিল্লি কোর্টে আবেদন করে কেজরিওয়াল দাবি করেন, তাঁর ব্লাড সুগার লেভেল ওঠানামা করছে। আর তাঁর চিকিৎসকের পরামর্শ জরুরি। কেজরিওয়াল কোর্টে দায়ের করা আর্জিতে জানিয়েছেন, সপ্তাহে তিনবার করে তাঁর ভিডিয়ো কন্ফারেন্স করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। এই মামলায় কোর্টে ইডির তরফে স্পেশ্যাল কাউন্সিল ডোহেব হুসেন মামলার সওয়াল জবাব করেন। তিনি কোর্টে দাবি করেছেন যে, জেলের ভিতরে জোর করে আম, মিষ্টি খেয়ে যাচ্ছেন কেজরিওয়াল। ইডির দাবি, এইভাবে সুগারের কারণ দেখিয়ে কেজরিওয়াল তাঁর জামিনের রাস্তা পাকা করতে চাইছেন। এদিকে কেজরিওয়ালের তরফে আইনজীবী বিবেক জৈন বলছেন, ইডির পক্ষের আইনজীবী মিডিয়ার নজর কাড়তে এই ধরনের মন্তব্য করছেন। এছাড়াও বিবেক জৈন জানান, এই আবেদন সরিয়ে আরও একটি জোরালো আবেদন কোর্টে পেশ করবেন অরবিন্দ কেজরিওয়াল।

( ক্রিস্টান স্কুলে গেরুয়া পরে কিছু পড়ুয়ার প্রবেশ ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর! প্রিন্সিপাল সহ ২ জনের বিরুদ্ধে মামলা)

( RPF recruitment 2024:আরপিএফ-এ ৪৬৬০ শূন্য পদে সাব ইনসপেক্টর, কনস্টেবল নিয়োগ! জানুন যোগ্যতা, বয়সসীমা, তারিখ)

এদিকে, মামলায় কোর্ট জেলের কাছে কেজরিওয়ালের ডায়েটের চার্চ চেয়ে পাঠিয়েছে। এছাড়াও এই মামলায় আগামিকাল শুনানির কথা জানিয়েছে। উল্লেখ্য, বর্তমানে তিহাড় জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। তাঁর ইডি হেফাজত আপাতত ২৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে ট্রায়াল কোর্ট। এর আগে জামিনের আবেদন করেও কোর্টে ধাক্কা খেয়েছেন কেজরিওয়াল। ইডির হাতে তাঁর গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন। গ্রেফতারির মধ্যেও কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি কিছুতেই দেবেন না ইস্তফা।