Madhyamik and HS 2024 Result Date: যে কোনও সময় উচ্চমাধ্যমিকের ফলাফল! মাধ্যমিকের রেজাল্ট কিছুটা পরে, কবে ঘোষণা হবে?

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আর মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দিতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, রেজাল্ট নিয়ে সংসদের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। দিনক্ষণ নিয়ে রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই সংসদের তরফে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে অথবা গতবারের মতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করতে পারেন।  তারপর আনুষ্ঠানিকভাবে সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

উচ্চমাধ্যমিকের ফলাফল

সূত্রের খবর, ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে একেবারে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে সংসদ। শেষমুহূর্তের যে যে কাজ আছে, সেগুলি করা হচ্ছে। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যেতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। অর্থাৎ সংসদের নির্ধারিত যে ৯০ দিনের ‘ডেডলাইন’ আছে, সেটার অনেক আগেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: WBJEE 2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে, কবে পরীক্ষা, কী পরে যাবেন? সবটা জানুন

মাধ্যমিকের ফলাফল

উচ্চমাধ্যমিকের আগেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তবে উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হতে পারে। দুই রেজাল্টের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। ওই মহলের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে মে’র প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করে দেওয়া হতে পারে। আর তারপর একাদশ শ্রেণিতে ভরতির প্রক্রিয়া চলবে। আজই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মে থেকে একাদশ শ্রেণির শিক্ষাবর্ষ শুরু হবে।

আরও পড়ুন: HS exam rules under semester system: থাকছে সাপ্লি, কবে সেমেস্টারের পরীক্ষা? কীভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ? বলল সংসদ

সংসদের তরফে জানানো হয়েছে, প্রথম সেমেস্টার (একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার) এবং তৃতীয় সেমেস্টারের (দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার) ক্লাস শুরু হবে মে থেকে। আর সরকারি ছুটির তালিকা অনুযায়ী অক্টোবর পর্যন্ত ক্লাস চলবে। অন্যদিকে, দ্বিতীয় সেমেস্টার (একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার) এবং চতুর্থ সেমেস্টারের ক্লাস (দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার) শুরু হবে নভেম্বর থেকে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

আরও পড়ুন: UPSC Tips by 3rd Ananya: প্রথমবারেই UPSC সিভিল সার্ভিসে তৃতীয় অনন্যা! মেয়েদের মধ্যে প্রথম, কী টিপস দিলেন?