Study reveals excessive phone and internet use links to school absence in bengali

School Absence Due To Phone Addiction: অনলাইন সারাদিন। প্রায় কোনও কাজই বাড়িতে করতে হয় না। কিন্তু যেটুকু করতে বলেন বাবা-মা সেটুকুও করতে ইচ্ছে করে না। মায়েদের পরিচিত লব্জ এখন, ‘মুখের কাছে খাবার ধরে দিতে হয়’ আর ‘জলটা গড়ে খেতে পারে না’। সারাদিন এমন অনলাইন থাকার জেরে পড়াশোনার ক্ষতি হচ্ছে। সম্প্রতি আরও একটি ক্ষতির কথা জানান দিল এক গবেষণা। ফিনল্যান্ডের ওই গবেষণা জানিয়েছে, ফোন ব্যবহারের কারণে নিয়মিত স্কুল যেতেও চাইছেন না অনেক পড়ুয়া। মাঝে মাঝেই স্কুল কামাই করছে। কামাই করছে কোনও কারণ ছাড়াই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, মোবাইল ঘাঁটা ছাড়া আর কোনও কারণ নেই।

সমাজমাধ্যমের তীব্র আসক্তি ?

সম্প্রতি ১৪ থেকে ১৬ বছর বয়সী ৮৬ হাজার পড়ুয়াদের নিয়ে একটি গবেষণা করেছেন ফিনল্যান্ডের গবেষকরা। তাতে ফোন ঘাঁটাঘাঁটি ছাড়াও ঘুম, ব্যায়াম ও বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। সেই গবেষণার ভিত্তিতেই এই তথ্য উঠে এসেছে।

ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে

ছেলেদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করার প্রবণতা ৭৯ শতাংশ। অন্য দিকে মেয়েদের মধ্যে এই প্রবণতা ৯৬ শতাংশ। অর্থাৎ, মেয়েদের মধ্যে ফোন ঘাঁটার হার ছেলেদের তুলনায় বেশি। আর এই ফোন ঘাঁটার অন্যতম কারণ সমাজমাধ্যম। সমাজমাধ্যমের তীব্র আসক্তিই রোজকার কাজের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে তাদের। খুব প্রাথমিক কিছু কাজ ছাড়া আর কিছুতেই মন নেই এই বয়সী কিশোর-কিশোরীদের। 

বাবা-মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি ?

বাবা-মায়ের সঙ্গে সম্পর্ককে এই গবেষণায় অন্যতম মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। সবচেয়ে আপন আত্মীয়দের বৃত্তেই রয়েছেন বাবা-মা। কিন্তু তাদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে ১৪ থেকে ১৬ বছর বয়সী সন্তানদের সম্পর্ক খারাপ বলে জানাচ্ছে গবেষণা।

কমে গিয়েছে শরীরচর্চাও

নিয়মিত শরীরচর্চা সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু এই ৮৬ হাজার পড়ুয়াদের অধিকাংশই শরীরচর্চাতে উৎসাহী নন। সপ্তাহে তিনদিনেরও কম শরীরচর্চা করেন তাঁরা। নিয়মিত শরীরচর্চা না করার ফলে শারীরিক সমস্যার হারও বাড়ছে। যার জেরে ওবেসিটির সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। যা পরে কিডনি, হার্ট ও লিভারের নানা সমস্যা ডেকে আনে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Health News: নেসলের বেবিফুড খাওয়ান শিশুকে ? বড় বিপদের আশঙ্কা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন