IPL 2024: Will Mayank Yadav of Lucknow Super Giants Play The Match Against Chennai Super Kings?

লখনউ : হোম গেমে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু, LSG-র দলে কি আজ দেখা যাবে ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav) ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সাইডস্ট্রেনের জেরে দলের হয়ে একাধিক ম্যাচে মাঠে নামতে পারেননি ময়ঙ্ক।  তবে, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে চোট সারিয়ে তিনি প্রস্তুত বলে মনে হচ্ছে। যদিও, LSG-র শিবির থেকে, ময়ঙ্ককে নিয়ে এখনও কোনো ঘোষণা হয়নি। সহকারী কোচ ল্যান্স ক্লুজনার গতকাল বলেছিলেন, “চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ক থাকবে কি না আমি নিশ্চিত নই। নেটে বল করছেন। কিন্তু, ওঁর ফিটনেস আমাদের অগ্রাধিকার। তবে, এই ম্যাচে তাঁর খেলার ব্যাপারে কিছু বলতে পারছি না।”

এবারের আইপিএলে (IPL 2024) সবচেয়ে হইচই ফেলেছেন কে ? যে কাউকে প্রশ্ন করুন। একটাই নাম ঘুরে ফিরে উঠে আসবে। ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) জার্সিতে বল হাতে আলোড়ন ফেলেছেন। ছিপছিপে শরীর। ঘণ্টায় দেড়শো কিলোমিটাররেও বেশি গতিতে বল করছেন। চলতি আইপিএলে দ্রুততম বলটিও বেরিয়েছে তাঁর হাত থেকে। ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে।

ময়ঙ্ক গুজরাতের বিরুদ্ধে ম্যাচে মাঠ ছাড়ার পর অনেকে মনে করছিলেন তাঁর সাইডস্ট্রেন হয়েছে। দুরন্ত গতিতে বল করা বোলারদের এই পেশির চোট অস্বাভাবিক কিছু নয়। দলের চিফ এগজিকিউটিভ অফিসার বিনোদ বিস্ত জানিয়েছিলেন, ময়ঙ্কের তলপেটে টান লেগেছে। সতর্কতা হিসাবে তাঁকে অতিরিক্ত পরিশ্রম করতে দেওয়া হয়নি কয়েকদিন। দিনকয়েক আগেই দলের কোচ ল্যাঙ্গার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ময়ঙ্ককে ফেরানোই লখনউয়ের লক্ষ্য। সেই হিসাবে আজ হয়ত দলে তাঁকে দেখাও যেতে বলে মনে করছেন ভক্তরা।

আজকের ম্যাচ-

আজ কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। প্রথম দিকে হারের পর জয়ের সরণিতে ফের ফিরেছে সিএসকে। অন্য়দিকে লখনউ সুপারজায়ান্টসও প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই করে যাচ্ছে। চেন্নাই এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। অন্যদিকে লখনউ রয়েছে পাঁচ নম্বরে।

আরও পড়ুন ; আজ লখনউয়ের ঘরের মাঠে রাহুলদের বিরুদ্ধে খেলতে নামবেন ধোনিরা, কখন, কোথায় দেখবেন খেলা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন