Shubman Gill: ‘প্রিন্স’ দর্শনেই সুন্দরীর শুরু অর্গাজম! একঘর লোকের সামনেই তারপর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: টিম ইন্ডিয়ার ইয়ং ব্রিগেডের মধ্য়ে নিঃসন্দেহে তিনি ‘পোস্টার বয়’। তাঁর জন্য় মেয়েরা প্রায় পাগল। কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটের আগামীর ব্য়াটিং সুপারস্টার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। তাঁকে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ হিসেবেও দেওয়া হয়েছে আখ্য়া। দুরন্ত ব্য়াটিংয়ের পাশাপাশি তাঁর আকর্ষণীয় লুকস ও ড্রেসিং সেন্স আলাদা কড়ে নজর কাড়ে। এবার শুভমনের জন্য় হোটেলের এক কর্মী যা করলেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: WATCH | Shubman Gill | GT vs DC: স্বপ্নের ‘হলি সুন্দরী’ মাঠে এসেছেন! পর্দায় দেখে ডাগআউটেই শুভমনের… ভিডিয়ো ভাইরাল

আইপিএল টিমের প্লেয়াররা যখন কোনও হোটেলে ঢোকেন, তখন হোটেলের কর্মীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাঁদের করতালিতে স্বাগত জানান ও উত্তরীয় পরিয়ে দেন। দিন চারেক আগে শুভমন অ্য়ান্ড কোং যখন হোটেলে ঢুকছিলেন, তখন হোটেলেরই এক সুন্দরী কর্মী শুভমনকে দেখে কার্যত পাগল হয়ে যান। তাঁর খুশির উচ্ছ্বাস চোখে মুখে ফুটে ওঠে। খাস গুজরাত টাইটান্স এই ভিডিয়ো ‘গিল নে মারি এন্ট্রি ইয়ার’ ক্য়াপশন দিয়ে পোস্ট করেছে। ওই কর্মীর এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে, তিনি বিশ্বাস করতে পারেননি যে, শুভমন চোখের সামনে এরকম হাতের নাগালে দেখবেন। 

অন্য়দিকে চলতি আইপিএলে গুজরাত একেবারেই ‘জিটি’ ব্র্যান্ড সুলভ ক্রিকেট খেলতে পারছে না। অভিষেকেই চ্য়াম্পিয়ন হওয়া টিম তারপরের বছর রানার্স হয়েছিল। অথচ এই মরসুমে শুভমনের নেতৃত্বে খেলা গুজরাতকে বেশ নড়বড়ে দেখাচ্ছে। সাত ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে জিটি এখন লিগ তালিকায় আট নম্বরে। তাদের নীচে শুধু পঞ্জাব-বেঙ্গালুরু। গত বুধবার গুজরাত নিজেদের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালসের। শুভমনরা কল্পনাও করতে পারেননি যে, ঘরের মাঠে তাঁদের অপেক্ষায় জঘন্য় হার! টস হেরে প্রথমে ব্য়াট করে শুভমনরা মাত্র ৮৯ রান তুলেছিলেন! ৬৭ বল হাতে রেখে ছয় উইকেট ঋষভ পন্থরা সেই ম্য়াচ হেসেখেলে বার করে নেয়। 

আরও পড়ুন: WATCH | Shah Rukh Khan | Jos Buttler: ‘আমি তো ধোনি-কোহলির মতো…’ শাহরুখের অনুরোধ ফেরালেন বাটলার!

 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)