YouTuber Arrest: ‘গোটা দিন বিমানবন্দরে ঘুরলাম, ধরতেই পারল না,’ ভিডিয়ো দেখেই গ্রেফতার ইউটিউবার, কারণটা কী?

বয়স ৩০ বছর। পেশায় তিনি ইউটিউবার।  কেম্পেগওড়া ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে অবৈধভাবে ঢুকে পড়া ও গণ্ডগোল পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। ওই যুবকের নাম বিকাশ গৌড়া। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাবি করেছিলেন ২৪ ঘণ্টার বেশি সময় তিনি ওই এয়ারপোর্টের ভেতরে ছিলেন। সেখানে তিনি নিরাপত্তার বেষ্টনীকে ফাঁকি দেন বলেও দাবি করেছিলেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তিনি মিথ্যে দাবি করেছিলেন বলে অভিযোগ। 

তদন্তে নেমে পুলিশ তার গতিবিধির বিষয়টি বুঝতে পারে। ডিসিপি( নর্থইস্ট) লক্ষ্মী প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, চেন্নাই যাওয়ার বিমানের একটি টিকিট নিয়ে ওই যুবক বিমানবন্দরের মধ্য়ে গিয়েছিলেন। ৭ এপ্রিল ১২টা ১০ মিনিট নাগাদ তিনি যান। টার্মিনাল ২তে তার সিকিউরিটি চেকআপও হয়। এরপর তিনি আর বিমানে চাপনেনি। এরপর তিনি অন্য় জায়গায় গিয়ে সেলফি তোলেন। এরপর তিনি দাবি করেন সারা দিন তিনি এয়ারপোর্টেই ছিলেন। কিন্তু এটা পুরো মিথ্য়ে কথা। 

গৌড়া একটি ভিডিয়ো আপলোড করেছিলেন। পরে তিনি সেটা মুছেও দেন। গত ১২ এপ্রিল তিনি ইউটিউবে আপলোড করেছিলেন। এরপর বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা সেই ভিডিয়ো দেখেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 

এদিকে ওই যুবক দাবি করেছিলেন তিনি নাকি রানওয়ের কাছেও ভিডিয়ো করেছিলেন। এক সিআইএসএফ আধিকারিকের দাবি, এই ধরনের মিথ্য়ে কথা বলে তিনি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। 

একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এয়ারপোর্ট পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, পুরো মিথ্যে কথা বলছেন ওই যুবক। তিনি মোটামুটি ঘণ্টা ছয়েক ওই বিমানবন্দরে ছিলেন। তার কাছে এয়ার টিকিট ছিল। সেকারণে কেউ তাকে সন্দেহ করেননি। তিনি ভিডিয়োতে যেসব বিষয় দাবি করেছেন সেটা পুরোপুরি অতিরঞ্জিত। মানুষকে বিভ্রান্ত করার জন্য় এটা তিনি করছেন। সব মিলিয়ে তিনি ভিডিয়োতে যে দাবি করেছিলেন সেটা পুরোপুরি মিথ্য়ে বলে দাবি করেছে পুলিশ।

এদিকে বিভিন্ন সময় ইউ টিউবাররা নানা ধরনের ভিডিয়ো করেন। মূলত অনলাইনে অতিরিক্ত টাকা আয় করার জন্য় এমন বিষয়কে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয় যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। 

ওই যুবকের ভিডিয়ো প্রসঙ্গে পুলিশের দাবি, পুরো মিথ্যে কথা বলছেন ওই যুবক। তিনি মোটামুটি ঘণ্টা ছয়েক ওই বিমানবন্দরে ছিলেন। তার কাছে এয়ার টিকিট ছিল। সেকারণে কেউ তাকে সন্দেহ করেননি। তিনি ভিডিয়োতে যেসব বিষয় দাবি করেছেন সেটা পুরোপুরি অতিরঞ্জিত।