ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১

ইরান-সমর্থিত ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিবিএফ) এর ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। এ ঘটনায় এক পিএমএফ যোদ্ধা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। একটি সরকারি নিরাপত্তা বাহিনী বলেছে, স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে কালসো সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ঘাঁটিটি বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে অবস্থিত। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

এক বিবৃতিতে ‘বিস্ফোরণের বস্তুগত ক্ষয়ক্ষতি এবং আহত’ হওয়ার কথা জানিয়েছে পিএমএফ। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে।

রয়টার্সকে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই বিমান হামলার জন্য দায় স্বীকার করেনি কেউ।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক তৎপরতা ছিল না।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল।