IPL 2024 Dinesh Karthik says his chance of getting into Indian team for T20 World Cup lies in the hands of these three, see photos

ভারতীয় দলের (Team India) জার্সিতে তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮ মাস আগে। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তারপর থেকে আর তাঁকে জাতীয় দলে দেখা যায়নি। পেশাদার ধারাভাষ্যকার হিসাবেও দেখা গিয়েছে। আইপিএলের (IPL 2024) পরই ফের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তারপর থেকে আর তাঁকে জাতীয় দলে দেখা যায়নি। পেশাদার ধারাভাষ্যকার হিসাবেও দেখা গিয়েছে। আইপিএলের (IPL 2024) পরই ফের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে বসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে কি টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন?

ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে বসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে কি টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন?

দীনেশ কার্তিকের (Dinesh Karthik) উত্তর শুনলে চমকে উঠতে পারেন। সতীর্থরা তাঁকে ভালবেসে ডাকে ডিকে। ইডেন গার্ডেন্স এক সময় আইপিএলে তাঁর ঘরের মাঠ ছিল। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন দুই মরশুম।

দীনেশ কার্তিকের (Dinesh Karthik) উত্তর শুনলে চমকে উঠতে পারেন। সতীর্থরা তাঁকে ভালবেসে ডাকে ডিকে। ইডেন গার্ডেন্স এক সময় আইপিএলে তাঁর ঘরের মাঠ ছিল। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন দুই মরশুম।

রবিবার ফের নামবেন সেই ইডেনে। কেকেআর এখন তাঁর প্রতিপক্ষ। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রশ্নে ডিকে বলছেন, 'আমি কঠোর পরিশ্রম করছি। তার সুফলও পাচ্ছি। মাঠে নেমে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছি বলে ভাল লাগছে। খুব উপভোগ করছি ক্রিকেট। আরসিবি-র হয়ে ফিনিশারের কাজও করছি।'

রবিবার ফের নামবেন সেই ইডেনে। কেকেআর এখন তাঁর প্রতিপক্ষ। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রশ্নে ডিকে বলছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। তার সুফলও পাচ্ছি। মাঠে নেমে নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারছি বলে ভাল লাগছে। খুব উপভোগ করছি ক্রিকেট। আরসিবি-র হয়ে ফিনিশারের কাজও করছি।’

এরপরই কার্তিক বল ঠেলেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরের কোর্টে। বলেন, 'তিনজন ভীষণ সৎ আর ভাল মানুষ দল গঠনের দায়িত্বে রয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগরকর। ওরা যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। ওদের সব সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। আমি শুধু বলতে পারি, আমি একশো শতাংশ তৈরি। বিশ্বকাপের বিমানে ওঠার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত।'

এরপরই কার্তিক বল ঠেলেন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরের কোর্টে। বলেন, ‘তিনজন ভীষণ সৎ আর ভাল মানুষ দল গঠনের দায়িত্বে রয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও অজিত আগরকর। ওরা যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। ওদের সব সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। আমি শুধু বলতে পারি, আমি একশো শতাংশ তৈরি। বিশ্বকাপের বিমানে ওঠার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত।’

চলতি আইপিএলে ৭ ম্যাচে ২২৬ রান করেছেন ডিকে। ২০৫.৪৫ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।

চলতি আইপিএলে ৭ ম্যাচে ২২৬ রান করেছেন ডিকে। ২০৫.৪৫ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।

দুটি হাফসেঞ্চুরিও রয়েছে ঝুলিতে। সঙ্গে উদ্ভাবনী শট মারার সহজাত দক্ষতা তো আছেই।

দুটি হাফসেঞ্চুরিও রয়েছে ঝুলিতে। সঙ্গে উদ্ভাবনী শট মারার সহজাত দক্ষতা তো আছেই।

তবে ডিকে-কে লড়াই করতে হবে চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের সঙ্গে। মাঠে ফিরে পুরনো ঝলক দেখাচ্ছেন পন্থ।

তবে ডিকে-কে লড়াই করতে হবে চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের সঙ্গে। মাঠে ফিরে পুরনো ঝলক দেখাচ্ছেন পন্থ।

টিম ম্যানেজমেন্টের তাঁকে নিয়ে আলাদা আবেগও রয়েছে। ম্যাচ উইনার। তবে যদি অভিজ্ঞ কারও খোঁজ করা হয়? এমন কেউ, যিনি স্ট্রাইক রেটে প্রতিদ্বন্দ্বী সকলকে পিছনে ফেলে দিয়েছেন চলতি আইপিএলে? কে বলতে পারে ডিকে-র মোবাইল ফোনে নির্বাচকদের নম্বর ভেসে উঠবে কি না। ছবি - পিটিআই

টিম ম্যানেজমেন্টের তাঁকে নিয়ে আলাদা আবেগও রয়েছে। ম্যাচ উইনার। তবে যদি অভিজ্ঞ কারও খোঁজ করা হয়? এমন কেউ, যিনি স্ট্রাইক রেটে প্রতিদ্বন্দ্বী সকলকে পিছনে ফেলে দিয়েছেন চলতি আইপিএলে? কে বলতে পারে ডিকে-র মোবাইল ফোনে নির্বাচকদের নম্বর ভেসে উঠবে কি না। ছবি – পিটিআই

Published at : 20 Apr 2024 07:07 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন