Nadia Blast: কাকভোরে বিস্ফোরণ, উড়ে গেল গয়নার দোকানের শাটার, ভিতরে কী চলছিল?

নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার দেবগ্রামে গয়নার দোকানে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে আহত হয়েছেন দোকানের এক কর্মচারী। শনিবার ভোরে এই বিস্ফোরণে দোকানের শাটার পর্যন্ত উড়ে যায়। বিস্ফোরণে আসেপাশের আরও ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এলাকা বিস্ফোরণের প্রবল শব্দে কেঁপে ওঠে। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে দেখেন একটি গয়নার দোকানের শাটার উড়ে গিয়েছে। দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন ওই দোকানের কর্মচারী শহিদুল শেখ। তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীগঞ্জ থানার পুলিশ। তবে কী কারণে বিস্ফোরণ হল তা নিয়ে অন্ধকারে সবাই। বিস্ফোরণের জেরে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী

পড়তে থাকুন: ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি

অন্যান্য সরঞ্জাম সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের কর্মচারী দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। বিস্ফোরণে আসে পাশের ৭টি গয়নার দোকানের কাচ ভেঙে গিয়েছে।

LPG সিলিন্ডার থেকে বিস্ফোরণ?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গয়নার দোকানে থাকা সিলিন্ডার থেকে LPG লিক করে বিস্ফোরণ হয়েছে। দোকানের ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সিলিন্ডার। কী ভাবে বিস্ফোরণ হল তা জানতে ঘটনাস্থলের ফরেন্সিক তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা। এছাড়া আহত ব্যক্তি কিছুটা স্থিতিশীল হলে তাঁকেও জেরা করা হবে লে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে

বলে রাখি, গত বছর কলকাতা লাগোয়া কেষ্টপুরে এই রকমই এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছিল।