Police action against Ram Navami rally: রাম নবমীর মিছিলে অস্ত্র, হাওড়ায় স্বতঃপ্রণোদিত FIR করল পুলিশ

রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে হাঁটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল হাওড়া সিটি পুলিশ। গত বুধবার মধ্য হাওড়ার খুরুট থেকে রামরাজাতলা পর্যন্ত মিছিলে একাধিক অস্ত্র দেখা যায়। পুলিশ সূত্রে খবর, অস্ত্রধারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভিডিয়ো ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার কাজ চলছে।

রাম নবমীতে অস্ত্র হাতে মিছিল

হাওড়ায় রাম নবমীর অন্য একটি মিছিলে অস্ত্র হাতে হাঁটা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ের প্রতিপাদ্যকে গুরুত্ব না দিয়ে ১৭ এপ্রিল অস্ত্র নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায় একাধিক বিজেপি নেতাকে। রামরাজাতলার ওই মিছিলের নেতৃত্বে ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। পুলিশের দাবি, অস্ত্র হাতে মিছিলেন অনুমতি ছিল না।

আরও পড়ুন: কাকভোরে বিস্ফোরণ, উড়ে গেল গয়নার দোকানের শাটার, ভিতরে কী চলছিল?

পুলিশের অভিযোগ দায়ের

অস্ত্র হাতে মিছিলে হাঁটায় ব্যাঁটরা ও চ্যাটার্জিহাট থানায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। পুলিশের পদক্ষেপ প্রসঙ্গে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই জানান, ‘রাম নবমীতে অস্ত্র পূজা হয়।বহু জায়গায় অস্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রামভক্তরা। কিন্তু মধ্য হাওড়ার মিছিলে বিজেপি নেতারা ছিল বলে শাসকদলের নির্দেশে পুলিশ মামলা করেছে’। অভিযোগ অস্বীকার করে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘আদালতের নির্দেশ অমান্য করায় পুলিশ মামলা করেছে। এর সঙ্গে শাসকদলের কোন সম্পর্ক নেই’।

আরও পড়ুন: হিন্দুদের থেকে নেওয়া জরিমানার বখরা নিয়ে বিবাদে আক্রান্ত TMC-র দুষ্কৃতীকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ

পড়তে থাকুন: সাত দিনে ৩ বার TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন

রাজ্যে রাম নবমীর মিছিলে অস্ত্র মিছিল একটি সাম্প্রতিক প্রবণতা। রাজ্যে বিজেপির উত্থানের সঙ্গে এই প্রবণতাও বাড়ছে। গেরুয়া শিবিরের নেতাদের দাবি, অনেক ধর্মের মানুষ বছরে অন্তত ১টি দিন অস্ত্র হাতে মিছিল করেন, তখন তাদের কোনও বাধা দেয় না পুলিশ। উলটে সেইরকম মিছিলকে রাস্তা করে দিতে দুর্গাপুজোর বিসর্জন পিছিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাহলে যত নিয়ম সব হিন্দুদের জন্য কেন? রাম নবমীতে অস্ত্র মিছিল হিন্দুদের ঐতিহ্য। এর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার শামিল।