গাজীপুরে সড়কের পাশ থেকে একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিটি করপোরেশনের এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার (২০ এপ্রিল) বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কাশিমপুর জেলখানা সড়কের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ভাইয়ের বরাত দিয়ে ওসি বলেন, সোহেল রানা সম্প্রতি তার স্ত্রীকে সব সম্পত্তি লিখে দেন। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে দেখা যায়। বিকালে কাশিমপুর জেলখানা সড়কে মারা যাওয়ার খবর পেয়ে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এস এম শামছুল হুদা বলেন, লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কীভাবে মারা গেছে, তা জানা যাবে।

এদিকে, কাশিমপুর জেলখানা সড়কে সোহেল রানার লাশ পড়ে থাকতে দেখে কেউ কেউ ধারণা করেছেন তীব্র গরমে মৃত্যু হয়েছে। তাদের এই ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার। তিনি বলেন, হিটস্ট্রোক কিংবা তীব্র গরমে জেলায় কারও মৃত্যু হয়নি।