IPL 2024: Punjab Super Kings vs Gujrat Titans when and where to watch get to know

মোহালি: আইপিএলে (IPL 2024) আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ঘরের মাঠ স্যাম কারানের নেতৃত্বে খেলতে নামবে পাঞ্জাব। আগের ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল পাঞ্জাব। আশুতোষ শর্মা আগের ম্য়াচে অল্পের জন্য ম্য়াচ জেতাতে পারেননি। কিন্তু এদিন ঘরের মাঠে ফের সুযোগ থাকছে। শুভমন গিলের নেতৃত্বে গুজরাত টাইটান্স জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে আজ।

কাদের ম্যাচ?

আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স

কোথায় খেলা?

খেলাটি হবে মহারাজা ইয়াদাবেন্দ্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

চোটের জন্য এই ম্য়াচেও শিখর ধবনকে ছাড়াই হয়ত নামবে পাঞ্জাব। কাঁধের চোট এখনও ভোগাচ্ছে বাঁহাতি ওপেনারকে। গুজরাত টাইটান্স শিবিরে অবশ্য কোনও চোট আঘাতের খবর নেই। তবে মনে করা হচ্ছে এই ম্য়াচে একটি পরিবর্তন বোলিং লাইন আপে করতে পারে গিল ব্রিগেড। এখনও পর্যন্ত চারবার দুটো দল আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে। ২ বার গুজরাত ও ২ বার পাঞ্জাব জয় ছিনিয়ে নিয়েছে।

এদিকে, আজকের ম্য়াচেও পাঞ্জাব শিবিরে চোখ থাকবে আশুতোষ শর্মার দিকে।  পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডারে আট নম্বরে নামছেন আশুতোষ। এবং প্রত্যেক ম্যাচে ঝোড়ো ইনিংস খেলছেন। তাঁর প্রথম নজরে পড়া গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে। দুশো রান তাড়া করতে নেমে সেদিন পাঞ্জাব কিংসের স্কোর হয়ে গিয়েছিল ৭০/৪, ফিরে গিয়েছিলেন শিখর ধবন, জনি বেয়ারস্টোর মতো পাঞ্জাব দলের রথী-মহারথীরা, তখন ব্যাট হাতে রুখে দাঁড়ান অনামী আশুতোষ। শশাঙ্ক সিংহের সঙ্গে আগ্রাসী পার্টনারশিপে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়ে দেন পাঞ্জাবকে। সেই ম্য়াচের পর থেকেই আশুতোষকে সবাই ধীরে ধীরে চেনা শুরু করে। এমনকী মুম্বইয়ের বিরুদ্ধে পাঞ্জাবের আগের ম্য়াচেও একপ্রকার ম্য়াচ জিতিয়ে দিচ্ছিলেন পাঞ্জাবকে। কিন্তু তিনি ফিরতেই সব আশা পঞ্জাবের শেষ হয়ে যায়। 

আরও পড়ুন: শিখরকে ছাড়াই নামল পাঞ্জাব, টস জিতলেন কারান, প্রথমে ফিল্ডিং গিলদের

আরও দেখুন