KKR vs RCB at Eden Gardens Weather Pitch conditions IPL 2024 know details

কলকাতা: আজ ইডেনে কেকেআর-আরসিবির (KKR vs RCB) দ্বৈরথ। নাগাড়ে পাঁচ ম্যাচ হারা বিরাট কোহলিদের জন্য প্লে-অফের দৌড়ে বজায় থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। অপরদিকে, গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর জয়ের ফিরতে মরিয়া হয়ে কেকেআরও মাঠে নামবে। এই ম্যাচে ২২ গজের চরিত্র কেমন থাকবে? কেমনই থাকবে মহানগরীর আবহাওয়া (Kolkata Weather)?

২২ গজের চরিত্র

চলতি মরশুমে ক্রিকেটের নন্দন কাননে বড় রান উঠেছে। তিন ম্যাচের দুইটিতেই দুই দল দুইশো রানের গণ্ডি পার করেছে। অপর ম্যাচটিতে কেকেআর মাত্র ১৬ ওভারেই লখনউ সুপার জায়ান্টসের ১৬২ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়। এই ম্যাচেও ফের একবার বড় রান ওঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

আজ কিন্তু শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে। আজ ও দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সোমবার অল্প বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আজ কিন্তু কোনওরকম বৃষ্টির আশা নেই। ৪১ ডিগ্রির দরজায় কড়া নাড়ছে কলকাতার তাপমান। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া।  পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে। প্রবল গরমে দুপুরের ম্য়াচে খেলোয়াড়দের ফিটনেসের বড় পরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘তোর জন্য আমি বিপদে পড়ে যাই’, কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন?

আরও দেখুন