Sunil Gavaskar tries to lift Rishabh Pant mood following DC loss vs SRH IPL 2024

নয়াদিল্লি: চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এখনও অবধি খুব আহামরি পারফর্ম করতে পারেনি। পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে দিল্লি। ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে মরশুমের পঞ্চম ম্যাচ হারে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। এই পরাজয়ের পর দিল্লি অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। 

পন্থের নেতৃত্বাধীন ক্যাপিটালসের চলতি মরশুমে নিজেদের বিধ্বংসী ব্যাটিং মেজাজ অব্যাহত রেখে নির্ধারিত বিশ ওভারে ২৬৬ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাকগার্ক এবং অভিষেক পোড়েল বাদে জবাবে দিল্লি ব্যাটাররা তেমন নজর কাড়তে ব্যর্থ হন। পন্থ ৪৪ রান করলেও, তা আসে ৩৫ বলে। নিজের ইনিংসের জন্য খানিকটা সমালোচনার মুখেও পড়েন পন্থ। দলের হারের পন্থের চোখমুখের হতাশা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ধরা পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে কিংবদন্তি গাওস্কর পন্থের উৎসাহ বাড়ানোর চেষ্টা করেন। টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি আছে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি। গাওস্কর বলেন, ‘কখনই তোমার হতাশ মুখ দেখতে চাই না। এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে, তাই মুখে হাসিটা বজায় রাখ।’ জবাবে পন্থ বলেন, ‘আমি যথাসাধ্য চেষ্টা করব।’

এদিন ২৬৭ রান তাড়া করতে নেমে দিল্লির ব্যাটাররা কতটা লড়াই করতে পারবে, তা নিয়ে সংশয় ছিলই। তবুও কিছুটা লড়াই দিয়েছিলেন পন্থরা। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ১৯৯ রানেই গুটিয়ে গেল দিল্লির ইনিংস। আরও একটা জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ শিবির। প্যাট কামিন্সের দল পয়েন্ট টেবিলেও টেক্কা দিল কেকেআরকে। তাঁদের সরিয়ে দুই নম্বরে উঠে এল সানরাইজার্স। এই মুহূর্তে কেকেআর রয়েছেন তিন নম্বরে। সানরাইজার্স ৭ ম্য়াচ খেলে পাঁচটি জিতেছে। অন্যদিকে কেকেআর ৬ ম্য়াচ খেলে চার ম্য়াচে জয় পেয়েছে এখনও পর্যন্ত। 

ক্রিজের দুই প্রান্ত থেকেই মারকুটে ব্যাটিং করেন অরেঞ্জ আর্মির দুই ওপেনার। মাত্র ৫ ওভারেই একশোর গণ্ডি পেরিয়ে যায় সানরাইজার্স। মাত্র ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন এদিন হেড। অভিষেক আরও ভয়ঙ্কর ছিলেন। আজ দ্রুততম অর্ধশতরান হাঁকানোর রেকর্ডও ভেঙে দিতে পারতেন এই বাঁহাতি। কিন্তু শেষ পর্যন্ত ১২ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান এই বাঁহাতি তরুণ ব্যাটার। ট্র্যাভিস হেড ৮৯ রানের ইনিংস খেলেন।

দিল্লির হয়ে জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৬৫ এবং অভিষেক পোড়েল ৪২ রানের ইনিংস খেলে দিল্লিকে লড়াইয়ে রেখেছিলেন। তবে শেষরক্ষা হল না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘তোর জন্য আমি বিপদে পড়ে যাই’, কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন? 

আরও দেখুন