Vinesh Phogat with Anshu Malik, Reetika qualifies for Paris Olympics 2024

বিশেখ: এক ঐতিহাসিক দিনে তিন ভারতীয় মহিলা কুস্তিগির প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্যতা অর্জন করলেন। শনিবার কির্ঘিজস্তানের বিশেখে এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ারে বিনেশ ফোগত (Vinesh Phogat), অংশু মালিক (Anshu Malik) এবং রীতিকা (Reetika) আসন্ন অলিম্পিক্সের জন্য কোয়ালিফাইল করলেন।

বিনেশ ফোগত ৫৩ কেজির বিভাগ থেকে ৫০ কেজির বিভাগে সরে আসেন। যোগ্যতা অর্জনপর্বে তিনি আগাগোড়া দাপট দেখান। দক্ষিণ কোরিয়ার মিরানকে ১০-০ হারানোর পর, কম্বোডিয়ার সামনাংকেও একই স্কোরলাইনে হারান ভীনেশ। শেষ চারে কাজাখস্তানের লরার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় তারকা কুস্তিগীর। এই ম্যাচে আক্রমণের বদলে খানিকটা বেশি পরিমাণে রক্ষণ করতে হয় ভীনেশকে। তিনি বিরতির সময় অবশ্য ৪-০ এগিয়েই ছিলেন। ১ মিনিট ৪৩ সেকেন্ড বাকি থাকতে থাকতেই ম্যাচ জিতেও নেন তিনি। বিনেশ ফোগত নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন।

অপরদিকে, অংশু কির্ঘিজস্তানের কালমিরা বিলিম্বেকে ১২-১ হারান। এশিয়ান গেমসের ব্রোঞ্জপদকজয়ী লেলোখনকে ১০-০ হারান। অনূর্ধ্ব ২৩ বিশ্বচ্যাম্পিয়ন রীতিকা দক্ষিণ কোরিয়ার ইউয়েঞ্জুকে ১০-০ হারান। তারপর মঙ্গোলিয়ার এনখ আমারকে হারান ১১-০। এরপর চিনের ব্রোঞ্জপদকজয়ী জুয়ানকে ৯-৬ হারান। শেষ চারে চিনা তাইপের হুই চ্যাংকে ৭-০ হারিয়ে ৭৬ কেজি বিভাগে অলিম্পিক্সের ছাড়পত্র অর্জন করেন। এই নিয়ে মোট চার ভারতীয় মহিলা অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছেন। এই ত্রয়ী বাদেও সেই তালিকায় রয়েছেন অন্তিম পাংহাল।

তবে ৬২ কেজি বিভাগে মানসি এবং ৬৮ কেজি বিভাগে নিশা প্যারিসের টিকিট জোগাড় করতে ব্যর্থ হন। মানসি সেমিফাইনালে পৌঁছেও উত্তর কোরিয়ার জিয়ং মুনের বিরুদ্ধে ৬-০ হারেন। নিশা নিজের বিভাগের সেমিফাইনালেও পৌঁছতে পারেননি।  

ভারতের ধাক্কা

তবে প্যারিসে আয়োজিত মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন পদক জয়ের অন্যতম বড় দাবিদার মুরলি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ভারতীয় তারকা অ্যাথলিট নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল নিজেই অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান। কী হয়েছে তাঁর?

২৫ বছর বয়সি ভারতীয় লং জাম্পার মুরলি জানান অনুশীলনের সময় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। মঙ্গলবারই চোট লাগে তাঁর। এই চোটের জেরেই মুরলির আর এ বারের অলিম্পিক্সে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাঁকে হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। মুরলি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মঙ্গলবার অনুশীলন করার সময় আমি হাঁটুতে চোট পাই। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর আমার হাঁটুতে অস্ত্রোপ্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে একটা জিনিস যেটার জন্য সাম্প্রতিক সময়ে আমি এত খাটাখাটনি করেছি, সেটায় আর অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নজরে কোহলি, নারিন-কাঁটা উপড়ে জয়ের সরণিতে ফিরতে পারবে RCB? না ঘরের মাঠে শেষ হাসি হাসবে KKR? 

আরও দেখুন