Bangla Jokes Collection: সোমবারের কাজের চাপ কমাতে চান? একটু হাসুন তাহলে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। দুই মাতালের কথোপকথন।

—স্ট্র দিয়ে মদ খাচ্ছ কেন?

—ডাক্তার আমাকে বলেছেন মদের গ্লাস থেকে দূরে থাকতে।

(আরও পড়ুন: বাপ রে বাপ! গরমে টেকা দায়, তার মধ্যেও হাসি যেন না থামে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। এক বুড়ো বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখল: ‘খোকা, আমার অনেক বয়স হয়েছে। এত বড় ক্ষেত খনন করে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।’

ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দিল: ‘তুমি ওই ক্ষেত খনন কর না। কারণ, ক্ষেতে আমি আমার, সব ডাকাতির মাল লুকিয়ে রেখেছি। কোটি টাকার গয়না আছে ওখানে।’

পরের দিন কয়েক জন সেপাই গিয়ে পুরো ক্ষেত খনন করে ফেলল, কিন্তু গয়না পেলো না। ছেলে আবার তার বাবাকে চিঠি লিখল: ‘বাবা, আমি জেলে থেকে তোমার জন্য এতটুকু সাহায্যই করতে পারলাম। এখন শুধু আলুর গাছ লাগিয়ে দিও।’

(আরও পড়ুন: প্যাচপ্যাচে ঘামের মধ্যেও যেন মুখে লেগে থাকে হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। দুই শিকারীর দেখা। প্রথম জন বললেন, ‘কাল একটা ইয়া বড় ভালুক মেরেছি!’

দ্বিতীয় শিকারী: কীভাবে?

প্রথম শিকারী: একটা গুহার মুখে দাঁড়িয়ে শিস দিয়েছিলাম। তার পরেই বেরিয়ে এলো ভালুকটি। দুম করে ছুঁড়লাম গুলি! ব্যস, খেল খতম।

সপ্তাহখানেক বাদে তাদের আবার দেখা। দ্বিতীয় শিকারী আপাদমস্তক ব্যান্ডেজে মোড়ানো। প্রথম শিকারী জিজ্ঞেস করল, ‘কী করে হল এমন?’

দ্বিতীয় শিকারী: আরে তোমার কথামতো গিয়েছিলাম এক গুহার সামনে। শিস দিলাম, আর হুস করে ছুটে এলো একটা পাতাল রেল!

(আরও পড়ুন: গরমের মধ্যে মনখারাপ করবেন না, এখনই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মনটা জুড়িয়ে যাক)

৪। ট্রেনের মধ্যে এক লোক হাউমাউ করে কাঁদছে, ‘আমার ব্যাগটা ট্রেন থেকে পড়ে গিয়েছে।’

: হায় হায়! চেন টানলেন না কেন?

: টেনেছি তো। ট্রেন থামেনি, শুধু একগাদা জল ফ্ল্যাশ হয়েছে।

(আরও পড়ুন: রবিবার সকালে মন ভালো রাখুন, যতই গরম লাগুক, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস আর হেসে নিন)

৫। শিক্ষক: কমলালেবু আর আপেলের মধ্যে পার্থক্য কী?

ছাত্র: কমলালেবুর রং কমলা হলেও আপেলের রং আপেল নয়।