BCCI Selectors To Soon Announce India Squad For T20 World Cup 2024 All You Need To Know

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। মেগা টুর্নামেন্ট শেষেই আবার যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর বসতে চলেছে। জুন মাসে বিশ্বকাপে আসর বসলেও ১ মের মধ্যে প্রাথমিক দল ঘোষণা বাধ্যতামূলক করেছে আইসিসি। ভারতীয় দলে (Indian Cricket Team) কারা বিশ্বকাপে সুযোগ পাবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু দলের ঘোষণা কবে হবে?

রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ২৭ বা ২৮ তারিখ নাগাদ ভারতীয় নির্বাচকরা বিশ্বকাপের দল নির্বাচনের জন্য বৈঠকে বসবেন। বিশ্বকাপে রোহিত শর্মাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ২৭ এপ্রিল আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজধানীতে উপস্থিত থাকবেন রোহিত। শোনা যাচ্ছে তাই ২৭ বা ২৮ তারিখ দিল্লিতেই সেই ম্যাচের ফাঁকে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন নির্বাচকরা। তখনই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে পারে। 

এক সময় রোহিত নয়, শোনা যাচ্ছিল হার্দিক বিশের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন। কিন্তু ঘটনাক্রমে এখন তাঁর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। চলতি মরশুমে এখনও পর্যন্ত অধিনায়ক হার্দিক ব্যাট বা বল হাতে তেমনভাবে নজর কাড়তে পারেনি। ব্যাটে সাত ম্যাচ তিনি মাত্র ১৪১ রান করেছেন। বল হাতে নিয়েছেন চার উইকেট। হার্দিকের ফিটনেস নিয়েও রয়েছে সংশয়।

খবর অনুযায়ী ভারতীয় নির্বাচকরা ব্যাটার হার্দিক নয়, মূলত বল হাতে ফিট হার্দিককে দেখতে চাইছেন। সূত্র মারফৎ যা শোনা যাচ্ছে যে নির্বাচকরা একমাত্র তখনই হার্দিককে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন, যদি তিনি আইপিএলে প্রতি ম্য়াচে নিয়মিত বল করেন। ফলে এটুকু কিন্তু বলাই যায় যে জুনে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে হার্দিকের জায়গা এখনও নিশ্চিত নয়।

ভাল আইপিএল মরশুম কিন্তু বিশ্বকাপে যে কোনও ক্রিকেটারের ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রিয়ান  পরাগ, ময়ঙ্ক যাদবরা আইপিএলের মঞ্চে নজর কেড়েছেন। তাঁদের বিশ্বকাপে সুযোগ দেওয়ারও ডাক উঠেছে। তরুণ তুর্কিরা বিশ্বকাপ দল সুযোগ পান কি না, সেইদিকে কিন্তু অনেকেই নজর রাখবেন।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা

আরও দেখুন