D Gukesh creates history Candidates Chess Tournament winner youngest to compete for world title

টরন্টো: বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়ার সুযোগ ডি গুকেশের (D Gukesh) সামনে। ভারতীয় তরুণ গ্র্যান্ডম্যাস্টার গুকেশ ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট (Candidates Chess Tournament) জিতেই ইতিহাস গড়ে ফেললেন। কণিষ্ঠতম দাবাড়ু হিসাবে এবার বিশ্ব খেতাব জয়ের লক্ষ্যে লড়াই করবেন গুকেশ। তিনি কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরোনো রেকর্ড ভাঙলেন। 

আমেরিকার হিকারু নাকামুরার বিরুদ্ধে ১৪তম তথা শেষ রাউন্ডে সহজ ড্র করেন ভারতীয় দাবাড়ু। এর ফলে ১৪-র মধ্যে থেকে নয় পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কারা চ্যালেঞ্জ জানাবেন, তা নির্ধারিত করতেই কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বছরের শেষের দিকে বর্তমান চ্যাম্পিয়ন, চিনের ডিং লিরেনের মুখোমুখি হবেন গুকেশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পছন্দের প্রতিপক্ষ RCB-র বিরুদ্ধেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারাইন

আরও দেখুন