IPL 2024 RR vs MI Match Highlights Yashasvi Jaiswal score century as Rajasthan Royals beat Mumbai Indians by 9 wickets

জয়পুর: ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন। টেস্ট সিরিজে সাতশোর বেশি রান করে সুনীল গাওস্করের কীর্তি স্পর্শ করেছিলেন। কিন্তু আইপিএলে শুরু থেকে হোঁচট খাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal Century)। সোমবারের আগে পর্যন্ত সাত ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৪, ৫, ১০, ০, ২৪, ৩৯ ও ১৯ রান। জস বাটলার, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসনরা যখন ব্যাট হাতে শাসন করছেন, তখন ছন্দ হারিয়ে বসেছিলেন যশস্বী। কেউ কেউ তো এমনও বলাবলি শুরু করে দিয়েছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন তো মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ! 

জবাব দেওয়ার জন্য যশস্বী বেছে নিলেন এমন একটা ম্যাচ, যেখানে প্রতিপক্ষ শিবিরের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা। সঙ্গে জেরাল্ড কোয়েৎজের মতো পেসার। মহম্মদ নবি, পীয়ূষ চাওলার মতো অভিজ্ঞ স্পিনার।

সেই মুম্বই ইন্ডিয়ান্সের (RR vs MI) বিরুদ্ধেই ছন্দ খুঁজে পেলেন যশস্বী। মাত্র ৫৯ বলে সেঞ্চুরি করলেন। সেঞ্চুরি সম্পূর্ণ করে ডেভিড ওয়ার্নারের আদলে লাফ মেরে সেলিব্রেশন করে থাকেন যশস্বী। এদিনও লাফিয়ে সেলিব্রেট করলেন। তাঁর হুঙ্কারে যেন মিশে ছিল স্বস্তিও।

মুম্বই ইন্ডিয়ান্সের ১৭৯/৯ তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ রাজস্থানের। ৬০ বলে ১০৪ রানে অপরাজিত রইলেন যশস্বী। জয়ের হ্যাটট্রিক হয়ে গেল রাজস্থানের। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দিকে আরও এক কদম বাড়িয়ে রাখলেন সঞ্জু স্যামসনরা। অন্যদিকে পঞ্চম পরাজয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রইল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যদের ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। প্লে অফের রাস্তা ক্রমশ সংকীর্ণ হচ্ছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের।

 

যশস্বীকে ব্যাট হাতে সঙ্গত করলেন জস বাটলার (২৫ বলে ৩৫) ও স্যামসন (২৮ বলে ৩৮ অপরাজিত)। বল হাতে রাজস্থানের নায়ক সন্দীপ শর্মা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে যিনি নিলেন পাঁচ উইকেট।

চলতি আইপিএলে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন