IPL 2024 the rule of calling no above waist height in details after Virat Kohli wicket controversy during KKR vs RCB match stirs cricket

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) বিতর্কিত আউটের পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও বিতর্ক থামেনি। বরং জলঘোলা চলছে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কড়া শাস্তির মুখে পড়েছেন বিরাট। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়েছে। 

কিন্তু রবিবার ইডেনে (Eden Gardens) কি আদৌ আউট ছিলেন বিরাট? আউট দেওয়া হল কোন নিয়মে? বিরাটই বা কোন নিয়মের ফাঁক গলে নিজেকে নট আউট দাবি করেছিলেন?

কোহলিকে আউট দেওয়ার নেপথ্যে রয়েছে নতুন হক আই প্রযুক্তি। হর্ষিত রানার (KKR vs RCB) স্লোয়ার ফুলটস যখন কোহলির কোমরের ওপরের উচ্চতায় আসে, তখন পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন কোহলি। স্লোয়ার বল হওয়ার জন্য সেটি গোঁত্তা খেয়ে নীচে নামছিল। যদিও কোহলি যখন সেটি খেলেন, তখন বল কোমরের ওপরেই ছিল।

তৃতীয় আম্পায়ার মাইকেল গফের কাছে ডিআরএস চাওয়া হলে প্রথমেই তিনি দেখেন বলটি ফেয়ার ছিল কি না। অর্থাৎ, উচ্চতাজনিত নিয়ম মেনে হয়েছিল কি না। সেখানেই তিনি নতুন হক আই প্রযুক্তির শরণাপন্ন হন। তাতে দেখা যায়, কোহলি যদি পপিং ক্রিজের বেশ খানিকটা বাইরে না দাঁড়িয়ে ক্রিজে নির্দিষ্ট জায়গায় দাঁড়াতেন, তাহলে বলটি ০.৯২ মিটার উচ্চতায় পেতেন। এই নিয়মের আওতায় প্রত্যেক ব্যাটারের স্টান্স নেওয়ার সময় কোমরের উচ্চতা আগেই মেপে রাখা হয়েছে। কোহলির ক্ষেত্রে যে উচ্চতা ১.০৪ মিটার। তার থেকে অঙ্ক কষে দেখা হয়, সঠিক জায়গায় থাকলে কোহলির কোমরের নীচেই বলটি যেত। তাই নো না দিয়ে ফেয়ার ডেলিভারি ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। আউট ঘোষণা করা হয় কোহলিকে।

কোহলি যদিও সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মাঠ ছেড়ে বেরনোর সময় তাঁকে গ্লাভস-ব্য়াট ছুড়ে ফেলতেও দেখা গিয়েছে। সেই সময় নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ফাফ ডুপ্লেসি। আরসিবি অধিনায়কও জানিয়েছেন যে, বলটি দেখে নো বলেই মনে হয়েছিল তাঁর।

এবারের আইপিএলে নতুন এই নিয়ম চালু করার নেপথ্যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এ বি ডিভিলিয়ার্স। যিনি এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। আরসিবি-তে তাঁর ও কোহলির বন্ধুত্বও ছিল দেখার মতো। সেই ডিভিলিয়ার্সের প্রস্তাব মেনেই নো বলের ক্ষেত্রে পপিং ক্রিজে ব্যাটারদের কোমরের উচ্চতা মেপে রাখা হচ্ছে। সোজা দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রত্যেক ব্যাটারের পায়ের আঙুল থেকে কোমর পর্যন্ত উচ্চতা মেপে রাখা হয়েছে। বল তার ওপরে থাকলে নো বল। তা নাহলে ফেয়ার ডেলিভারি। তবে কোহলি যেহেতু ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে ব্যাট করছিলেন, তাই বল কোন উচ্চতায় তাঁর কাছে গিয়েছিল সেটি বিবেচ্য হয়নি। দেখা হয়েছে বল পপিং ক্রিজে কোন উচ্চতায় থাকত। সেখানেই দেখা গিয়েছে, কোহলির কোমরের উচ্চতার ০.১২ মিটার নীচে থাকত বল।

আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন