Priyanka Goswami and Akshdeep Singh secures Paris Olympics qualification in marathon race walk mixed relay

অ্যান্টালিয়া: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে প্রতিযোগিতা আয়োজিত হবে। এই বিভাগে প্যারিসে নামার ছাড়পত্র জোগাড় করলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami) এবং অক্ষদীপ সিংহ (Akshdeep Singh)। ২০ কিলোমিটার রেস ওয়াকে জাতীয় রেকর্ডধারী প্রিয়াঙ্কা এবং অক্ষদীপ ১৮ নম্বর স্থানে শেষ করেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন। ৩:০৫:০৩ নিজেদের রেস ওয়াক সম্পূর্ণ করেন প্রিয়াঙ্কা এবং অক্ষদীপ।

 

এই রেস ওয়াকে মোট ৬৭টি দল অংশগ্রহণ করেছিল। এক দেশ থেকে একাধিক দল গড়ার স্বাধীনতা ছিল। সেই ৬৭টি দলের মধ্যে প্রথম ২২টি দলই প্যারিসের ছাড়পত্র পেত। সেইমতো ১৮ নম্বরে শেষ করায় প্রিয়াঙ্কারা অলিম্পিক্সে পৌঁছে গেলেন। এই বিভাগে ইতালি, জাপান ও স্পেনের অ্যাথলিটরা পোডিয়ামে শেষ করেন। পরমজিৎ সিংহ বিস্ত এবং মুনিতা প্রজাপতির আরেক ভারতীয় দল বেশ খানিকটা পিছনে, ৩৫ নম্বর স্থানে শেষ করেন। তাঁরা নিজেদের ইভেন্ট শেষ করতে ৩:০৯:৫৮ সময় লাগান।

ইতিহাস গড়ার পর প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা যেহেতু প্রথমবার এটা করছি, তাই সেইদিক থেকে বিচার করলে কিন্তু বেশ ভালই পারফর্ম করেছি। যোগ্যতা অর্জন করে আমি খুবই খুশি কারণ আমার মনে হয় আমরা অলিম্পিক্সে আরও ভাল পারফর্ম করতে পারব। ৬৭টি দলের মধ্যে আমরা নিজেদের স্থানটা যাচাই করতে পেরেছি। এবার অলিম্পিক্সে দলের সংখ্যা কম, তাই আমরা আরও ভাল পারফর্ম করা, এমনকী পদক জয়ের চেষ্টাও করব।’

এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে নিজেরই রেকর্ড ভেঙেছিলেন অক্ষদীপ। তিনি ভাল ছন্দেই ছিলেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপোজয়ী প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেধে ভালই পারফর্ম করেন। মাঝপথে অক্ষদীপ-প্রিয়াঙ্কার জুটি ২০ নম্বর স্থানে ছিলেন। ৩৫ কিমিতে পৌঁছতে পৌঁছতে ২১ নম্বরে চলে যান তাঁরা। তবে শেষমেশ প্রিয়াঙ্কা নিজের গতি বাড়িয়ে জুটিকে ১৮ নম্বরে শেষ করতে সাহায্য করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: নায়ক বেলিংহ্যাম, ৯১ মিনিটের গোলে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ 

আরও দেখুন