Saurav Ghosal retires from professional squash hopes to keep playing for India know in details

কলকাতা: দেশের প্রথম খেলোয়াড় হিসাবে পেশাদার স্কোয়াশ সংস্থার (PSA) ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের ১০ এপ্রিল তিনি দশ নম্বরে উঠে আসেন। ছ’মাস সেই জায়গা ধরে রেখেছিলেন। মোট ১০ বার পিএসএ খেতাব জিতেছেন। সেই সৌরভ ঘোষাল (Saurav Ghosal) পেশাদার স্কোয়াশকে বিদায় জানালেন। তবে পেশাদার স্কোয়াশ থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও, দেশের হয়ে আরও কিছুদিন খেলার জন্য প্রস্তুত থাকছেন সৌরভ।

সোমবার পিএসএ-র ওয়েবসাইটে সৌরভ বলেছেন, ‘আমার ঠাকুর্দা-ঠাকুমা, বাবা, স্ত্রী এবং পরিবারের উৎসাহ ছাড়া এত দিন খেলা চালিয়ে যেতে পারতাম না। আজ আমি যা, তার পুরোটাই ওদের জন্য। ওদের ছাড়া এই যাত্রা অসম্ভব ছিল।’ একই সঙ্গে নিজের কোচেদের ধন্যবাদ দিয়েছেন সৌরভ। তিনি পরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন। লেখেন, ‘২২ বছর আগে যখন পিএসএ ওয়ার্ল্ড ট্যুরে নাম লেখাই, ভাবতেও পারিনি এতদিন খেলা চালিয়ে যাব। এখন পিছন ফিরে তাকালে সব কিছু অবিশ্বাস্য মনে হয়।’

 


২০২১ সালে মালয়েশিয়া ওপেনই সৌরভের জেতা শেষ পিএসএ খেতাব। সব মিলিয়ে পিএসএ প্রতিযোগিতায় মোট ১৮ বার ফাইনালে খেলেছেন তিনি। পেশাদার জীবনে ৫১১টি ম্যাচের মধ্যে ২৮১টি ম্যাচে জিতেছেন।                                

বিশ্ব স্কোয়াশ সংস্থা সৌরভকে অভিনন্দন জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘আমাদের খেলার কিংবদন্তি। অভিনন্দন। বাকি জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। ২১ বছর পেশাদার স্কোয়্যাশ খেলার পর অবসরের সিদ্ধান্ত নিলেন।’             

 

আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন