Shane Bond and Rohit Sharma shares heartfelt moment before RR vs MI IPL 2024 match

জয়পুর: আজ সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স (RR vs MI) একে অপরের মুখোমুখি হবে। দুই পক্ষেই পরিচিত প্রচুর মুখ। গত মরশুমেই দুই দলের বোলিং কোচ লাসিথ মালিঙ্গা ও শেন বন্ড অপর দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। ট্রেন্ট বোল্ট একদা মুম্বইয়ের হয়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। শ্রেয়স গোপাল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সুতরাং, ২২ গজের মহারণের আগে দুই দলের তারকাদের একসঙ্গে খোশ আড্ডা মারতে দেখে কারুরই অবাক হওয়ার কথা নয়।

ম্যাচের আগে দুই দলের তারকাদের আলাপচারিতার মাঝেই এক মজাদার ঘটনার সাক্ষী থাকলেন সকলে। অশ্বিনের সঙ্গে কথোপকথনে ব্যস্ত রোহিত শর্মাকে (Rohit Sharma) পিছন থেকে এসে শেন বন্ড (Shane Bond) গালে চুমু দেওয়ার চেষ্টা করেন। গোটা ঘটনায় প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও পরে বন্ডকে দেখেই জড়িয়ে ধরা থেকে করমর্দন করেন। খানিকটা সময় খোশ গল্প করতেও দেখা যায় দুইজনকে। 

 



 

তবে ম্যাচের আগে পরিবেশ যতই বন্ধুত্বপূর্ণ হোক না কেন, ২২ গজের লড়াই শুরু হলে দুই দলের কেউই যে একে অপরকে এক চুল জমিও ছেড়ে দেবে না, তা বলাই বাহুল্য।

টুর্নামেন্টের শুরুতেই নাগাড়ে তিন হার। প্রবল সমালোচনা, এসবের মাঝেও শান্ত গলায় মুম্বই ইন্ডিআন্স (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পাণ্ড্য কেবল বলেছিলেন আমরা শুরুটা মন্থরভাবেই করি। পাণ্ড্য যে খুব একটা ভুল বলেননি, তার প্রমাণ মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক ফলাফলেই মিলছে। বিগত চার ম্যাচের তিনটিতেই জিতেছে পল্টনরা। তবে আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস স্বপ্নের ছন্দে। সাত ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছেন সঞ্জু স্যামসনরা।

দুই দলের প্রথম সাক্ষাৎকারে মুম্বইকে তাদেরই ঘরের মাঠে কার্যত হেলায় হারিয়েছিল রাজস্থান। মুম্বইয়ের সামনে সেই হারের বদলা নেওয়ার সুযোগ। তবে লড়াইটা কিন্তু বেশ কঠিন হবে। গত ম্যাচেই পরাজয়ের দোরগোড়া থেকে কেকেআরের বিরুদ্ধে দলের হয়ে জয় ছিনিয়ে এনেছিলেন জস বাটলার। হাঁকিয়েছিলেন শতরান। মুম্বইয়ের জন্য বাটলারের ফর্ম কিন্তু অশনি সংকেত। বাটলারকে থামাতে পল্টনদের সবথেকে বড় অস্ত্র হলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বুমরার চলতি মরশুমে নিজের সেরা ফর্মে রয়েছেন। ছয়েরও কম ইকোনমিতে টুর্নামেন্ট-সর্বাধিক ১৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বাটলার বনাম বুমরার লড়াইটা কিন্তু আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পছন্দের প্রতিপক্ষ RCB-র বিরুদ্ধেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারাইন 

আরও দেখুন