Sunil Narine creates new history in IPL 2024 KKR vs RCB match, breaks Lasith Malinga record

কলকাতা: ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিয়েছিলেন এক বিস্ময় স্পিনার। তারপর ১২ বছর কেটে গিয়েছে। এখনও কেকেআরের জার্সিতেই আইপিএলের (IPL 2024) মঞ্চ মাতাচ্ছেন সুনীল নারাইন (Sunil Narine)। দলকে ম্যাচ জেতাচ্ছেন, নিত্য নতুন ইতিহাসও গড়ছেন। রবিবাসরীয় ইডেনও নারাইনের এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকল।

আরসিবির বিরুদ্ধে (KKR vs RCB) নিজের চার ওভারে ৩৪ রান খরচ করে দুই উইকেট নেন নারাইন। এর সুবাদেই তিনি লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) পিছনে ফেলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে গেলেন। নারিন কেকেআরের জার্সিতে ১৬৯ ম্যাচ খেলে ১৭২টি উইকেট নিয়ে ফেলেছেন। অপরদিকে, মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৭০টি উইকেট নিয়েছিলেন। মালিঙ্গাকে পিছনে ফেলে দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। নারাইন ২৫.৫৯-র গড় এবং ২২.৭৫-র স্ট্রাইক রেটে নাইটদের হয়ে ১৭২টি উইকেট নিয়েছেন।

নারাইন, মালিঙ্গার পর তালিকায় যথাক্রমে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও ডোয়েন ব্র্যাভো রয়েছেন। বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫৮, ভুবনেশ্বর কুমার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫০ এবং ডোয়েন ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪০টি উইকেট নিয়েছেন। রবিবার ইডেনে নারাইনের দুই উইকেটের পাশাপাশি ব্যাটে অপরাজিত ২৭ রান ও বল হাতে তিন উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচ জেতান আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেল।

রবিবার প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে যখন ২২২/৬ তুলল কেকেআর, আর সেই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন, উইল জ্যাকস-রজত পাতিদারদের দুরন্ত লড়াইকেও থামালেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা, তখনও কেউ ম্যাচের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের বোলার মিচেল স্টার্ককে শেষ ওভারে তিন ছক্কা মেরে আরসিবি-কে কার্যত জিতিয়েই দিয়েছিলেন কর্ণ শর্মা।

পারলেন না কারণ, প্রায়শ্চিত্ত করলেন স্টার্কই। শেষ ওভারে যখন বল করতে আসছিলেন, হাতে পুঁজি ছিল ২১ রানের। আরসিবির ৯ নম্বর ব্যাটারের কাছে তিন ছক্কা খেয়ে বসেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলার। দু’বলে তখন আর মাত্র তিন রান বাকি আরসিবির। ইয়র্কারে ফলো থ্রু-তে কর্ণের নীচু ক্যাচ তালুবন্দি করলেন স্টার্ক। শেষ বলে বাকি ছিল তিন রান। দৌড়ে দুই নিতে গিয়েছিলেন লকি ফার্গুসন। তাতেও ম্যাচ গড়াত সুপার ওভারে। তবে রান আউট হয়ে যান লকি ফার্গুসন। কেকেআরের স্কোরের ঠিক এক রান আগে, ২২১ রানে অল আউট হয়ে যায় আরসিবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলের হারের দিনে ঝুলিতে ৩ উইকেট, পার্পল ক্যাপের দৌড়ে বুমরাকে টেক্কা হর্ষলের

আরও দেখুন