CSK vs LSG IPL 2024 PITCH CONDITIONS, HEAd to head find out when and where to watch

চেন্নাই: আইপিএলের (IPL 2024) ৩৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) মাঠে নামতে চলেছে। সিএসকের ঘরের মাঠে হলুদ বিগ্রেডকে হারানো একেবারেই মুখের কথা নয়। এখনও অবধি এ মরশুমমের তিন ম্যাচে কেউই সেটা করতে পারেনি। ঠিক সেই লক্ষ্য়েই আজ মাঠে নামবেন কেএল রাহুলরা।  

কাদের ম্যাচ?

আজকের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস একে অপরের মুখোমুখি হতে চলেছে।

কোথায় খেলা?

ম্যাচটি জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে আয়োজিত হবে।

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়। 

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।

হেড-টু-হেড

এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে দিন তিনেক আগে সিএসকেকে আট উইকেটে হেলায় হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মুখোমুখি লড়াইয়েও কিন্তু এগিয়ে লখনউই। দুই দল চার বার একে আইপিএলের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছে। লখনউ দুইবার জয় ছিনিয়ে নিয়েছে। এক ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়।

পিচ পরিস্থিতি

চিপকের পিচে সাধারণত শিশির না পড়লে, ওভার যত গড়ায় তত ব্যাটে বলে করতে সমস্যা হয়। পিচ মন্থর হতে থাকে। তাই টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পরিসংখ্যানও কিন্তু সেইদিকেই ইঙ্গিত করছে। চিপকে প্রথমে ব্যাট করা দল ৪৭ ও দ্বিতীয় ব্যাট করা দল ৩২টি ম্যাচ জিতেছে। তবে এ বারের চিপকের ২২ গজ অতীতের থেকে খানিকটা ভিন্ন। এই মাঠে আয়োজিত তিনটি ম্যাচের একটিতে সিএসকে যেখানে ২০৬ রান তুলেছে, সেখানে কেকেআর মাত্র ১৩৭ রানেই আটকে গিয়েছিল। তাই আগেভাগে পিচ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: নাগাড়ে ছয় হার, লিগ তালিকায় সবার নীচে কোহলিরা, RCB-র কি প্লে অফে পৌঁছনোর সব আশা শেষ? 

আরও দেখুন