JEE Main Session 2 Result 2024 Live Updates jeemain.nta.ac.in Final Scorecard Toppers Cut-off

JEE Main 2024 Result Out: মঙ্গলবারই প্রকাশিত হতে পারে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার সেশন ২-র ফলাফল। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, আজ রাতেই ফল প্রকাশ করতে পারে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সোমবার এই পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ফাইনাল অ্যানসার কি-তে চারটি প্রশ্নকে বাদ দেওয়া হয়। এর পর শুধু রেজাল্ট অর্থাৎ ফলপ্রকাশের অপেক্ষা। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য কাট অফ-ও প্রকাশ করবে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি।

চলতি বছরে দুইবার

চলতি বছরে দুইবার আয়োজিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। প্রথমটি জানুয়ারি ও পরেরটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। কোনও পরীক্ষার্থী দুইবার এই পরীক্ষায় বসতে পারেন। সেক্ষেত্রে চূড়ান্ত মেধাতালিকা ঘোষণা করার সময় দুটো পরীক্ষার মধ্যে যেটি বেশি ভাল হয়েছে, সেটিকে গণ্য করা হবে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল দেখার প্রক্রিয়া

  • নিজের ফলাফল দেখার জন্য জয়েন্ট এন্ট্রান্সের নির্দিষ্ট সাইটে যেতে হবে পরীক্ষার্থীকে।
  • সেখানে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিতে হবে। 
  • তাহলেই দেখা যাবে রেজাল্ট। 

গত বছরেও এই সময়

গত বছর এপ্রিল মাসের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর পর ফল প্রকাশ করতে একমাসও সময় নেয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২৯ এপ্রিল ফল প্রকাশ করা হয়েছিল পরীক্ষার। চলতি বছরেও বেশ তৎপরতার সঙ্গেই সেই কাজ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 

কীভাবে নম্বর দেওয়া হবে ?

  • প্রতিটি প্রশ্নের জন্য চার মার্কস করে দেওয়া হবে। 
  • কোনও প্রশ্নের একাধিক বিকল্প ঠিক হলে, যে পরীক্ষার্থী অন্তত একটি সঠিক বিকল্প বেছে নিয়েছে, তাকে পুরো নম্বর দেওয়া হবে।
  • যারা প্রশ্নটি এড়িয়ে গিয়েছে বা ভুল উত্তর দিয়েছে, তাদের সেই নম্বর দেওয়া হবে না।
  • কোনও প্রশ্ন ভুল থাকলে বা সবকটি বিকল্প ভুল থাকলে বা প্রশ্নগুলিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ‘ড্রপ’ করা হলে প্রশ্নটির জন্য সবাই চার নম্বর করে পাবে। 

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন – UPSC Preparation at Bengal: UPSC-র প্রস্তুতি আর বাইরে নয়, রাজ্যেই সুযোগ করে দিচ্ছে সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন