Novak Djokovic: টেনিস কোর্টে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি, পঞ্চমবার এই পুরস্কার জিতলেন জকোভিচ

<p><strong>মাদ্রিদ:</strong> টেনিস কেরিয়ারে সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক তিনি। পুরুষ ও মহিলা টেনিস মিলিয়েই সর্বাধিক গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরে নিয়েছেন। গত মরশুমে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন তিনটি প্রধান টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক। উইম্বলডনে গত মরশুমে রানার্স আপ হয়েছিলেন। এবার কাের্টে ধারাবাহিক সাফল্যের পুরস্কার জিতলেন নোভাক জকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন ক্রীড়াবিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার ‘লরিয়াস’ ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। উল্লেখ্য, গতকাল মাদ্রিদে এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। মহিলা ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে সেরার সেরা হলেন বোনমাতি। গত মরশুমে মহিলা বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। যেই জয়ে ২৬ বছরের বার্সা মিডফিল্ডারের অবদান ছিল অনস্বীকার্য। বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কারও জিতেছিলেন তিনি।&nbsp;</p>
<p>&nbsp;</p>