Sunil Narine in blistering IPL 2024 form comments on West Indies return for T20 World Cup 2024

কলকাতা: সাত ম্যাচে ব্যাট হাতে ২৮৬ রান, বল হাতে নিয়েছেন নয় উইকেট। চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে সুনীল নারাইন। তড়তড়িয়ে এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্সের গাড়ি। আর নাইটদের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নারাইনের ফর্ম। এই ফর্মের জেরেই তাঁর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার দাবি জানাচ্ছিলেন অনেক। তবে সে গুড়ে বালি।

গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন সুনীল নারাইন। তাঁর ফর্ম দেখে অবসর ভেঙে অনেকেই তাঁকে ফিরে আসার অনুরোধ করছিলেন। আশায় ছিলেন ফের একবার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে যুক্তরাষ্ট্র ও ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপের মঞ্চ মাতাবেন তারকা স্পিনার। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের খানিকটা হতাশই করলেন। সোজাসাপ্টা জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সফর শেষ হয়ে গিয়েছে। 

নারাইন জানান, ‘আশা করছি আপনারা সকলে ভাল আছেন। আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকেই খোলাখুলিভাবে আমায় অবসরভেঙে বিশ্বকাপে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ। সত্যি বলতে আমি এই অধ্যায় সমাপ্ত করে দিয়েছি। আমি কাউকে হতাশ করতে চাই না, তবে (জাতীয় দলের) দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা মাঠে নামবেন, আমি তাদের সমর্থনে গলা ফাটাব। ওরা বিগত কয়েক মাস ধরে জাতীয় দলে খেলবে বলে প্রচুর পরিশ্রম করেছে এবং তার সুবাদেই বিশ্বকাপ জিতে সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ পাওয়ার যোগ্য। আমার তরফে অনেক শুভেচ্ছা রইল।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: CSK ম্যাচেই চোট সারিয়ে ফিরছেন ময়ঙ্ক? তারকা বোলারের ফিটনেস আপডেট দিলেন LSG বোলিং কোচ

আরও দেখুন