দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে মো. সেলিম (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়, সেখান থেকে পরে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়।

মৃতের সহকর্মী জসিম আলি বলেন, সেলিম পেশায় রাজমিস্ত্রী। দক্ষিণ ফায়দাবাদে একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ৪ তলায় ইটগাঁথার কাজ করছিলেন। সে সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে দক্ষিণ ফায়দাবাদে নির্মাণাধীন ভবনেই থাকতেন।