মাহি মন্ত্রেই মার্কাসের মোক্ষলাভ! ধোনি-গড়ে জয়ধ্বজা উড়িয়ে জানালেন লখনউয়ের ‘নবাব’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2024) প্রথমে ব্য়াট করা দল যদি ২০০-র বেশি রান তুলে ফেলে, তাহলে তারা কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারছে না। কারণ দুই দল মিলিয়ে আকছার ৪০০-র বেশি রান তুলে ফেলছে। ঠিক তেমনই ঘটছে আইপিএলের ৩৯ নম্বর ম্য়াচে। গত মঙ্গলবার, চেন্নাই সুপার কিংস, তাদের ঘরের মাঠে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টসের (CSK vs LSG, IPL 2024)। সিএসকে (CSK) ক্য়াপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) অপরাজিত সেঞ্চুরিতে (৬০ বলে ১০৮) ভর করে সিএসকে তুলেছিল চার উইকেটে ২১০ রান। রুতুর সেঞ্চুরিকে ম্লান করে, মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ব্য়াট (৬৩ বলে ১২৪) লখনউয়ের কপালে জয়ের টিকা পরিয়ে দিয়েছে! 

আরও পড়ুন: Shashi Tharoor | T20 World Cup 2024: তারকা ক্রিকেটারের বিচার চেয়ে কেন জনতার দরবারে কংগ্রেস সাংসদ?

তিন বল হাতে রেখে ছয় উইকেটে ম্য়াচ জিতেছে লখনউ। আর ম্য়াচের পরেই এলএসজি তাদের এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে যে, স্টোইনিস সাজঘরে দাঁড়িয়ে বলছেন যে, ধোনির থেকে পাওয়া শিক্ষায় তিনি হয়েছেন শিক্ষিত। জয়ের মন্ত্র তিনি পেয়েছেন কিংবদন্তির থেকেই। ক্রিকেট ভক্তদের অনেকেই জানে যে, অজি তারকা অলরাউন্ডার ধোনির অন্ধভক্ত। সুযোগ পেলেই তিনি সিএসকে মহারথীর কাছে ছুটে যান টিপস নেওয়ার জন্য়।

মাহি মন্ত্রেই মার্কাসের হয়েছে মোক্ষলাভ! ধোনি-গড়ে জয়ধ্বজা উড়িয়ে লখনউয়ের নয়া ‘নবাব’ বলেন, ‘এমএস ধোনি আমাকে একটা পরামর্শ দিয়েছিল। ও বলেছিল যে, বড় ম্য়াচে সবাই ভাবে আমাকে অতিরিক্ত বা আলাদা কিছু করতেই হবে। কিন্তু আমার মন্ত্র হচ্ছে আমি নিজের সঙ্গে কথা বলব। নিজের জায়গায় ইস্পাতের মতো দাঁড়িয়ে থাকব। সবাই নিজেকে বদলাবে। তবে আমিই একমাত্র যে নিজেকে বদলাব না। ঠিক এই কারণেই ধোনি সকলের চেয়ে আলাদা।’ চলতি মরসুমে সিএসকে অ্যাওয়ের পর হোম ম্য়াচেও হারল লখনউয়ের কাছে। লখনউয়ে এসে চেন্নাইকে হারতে হয়েছিল আট উইকেটে।

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)