Shashi Tharoor | T20 World Cup 2024: এই তারকা ক্রিকেটারের বিচার চেয়ে কেন জনতার দরবারে কংগ্রেস সাংসদ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস সাংসদ শশী থারুরের (Congress MP Shashi Tharoor) একাধিক পরিচয় রয়েছে। তিনি নিঃসন্দেহে একজন বড় ক্রিকেটভক্ত। ভারতীয় ক্রিকেট নিয়মিত ফলো করেন তিনি। বিগত এক বছর ধরে শশী ভারতের একজন ক্রিকেটারের হয়েই গলা ফাটাচ্ছেন, তিনি সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। ফের একবার রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) অধিনায়কের জন্য় ব্য়াট ধরলেন শশী। সাফ বলছেন যে, চলতি আইপিএলে (IPL 2024) সঞ্জুর দুরন্ত পারফরম্য়ান্সের পরেও তাঁকে নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। শশী চাইছেন আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে সঞ্জুকে নিয়েই হোক ভারতীয় দল। শশী কড়া বার্তা দিলেন জাতীয় দলের নির্বাচকদের। 

আরও পড়ুন:  হার্দিক বা শুভমন নন, দেশের ভাবী অধিনায়ক এই তারকাই, চলে এল মেগা আপডেট

গত মঙ্গলবার সন্ধ্য়ায়, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল আইপিএলের ৩৮ নম্বর ম্য়াচে। মুম্বই ৯ উইকেটে ১৭৯ রান তুলেছিল। জবাবে রাজস্থান আট বল হাতে রেখে নয় উইকেটে হেসে খেলে ম্য়াচ বার করে নেয়। যশস্বী জয়সওয়াল ৬০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে একাই ম্য়াচ বার করে আনেন। খেলা শেষ হতেই যশস্বী ও সঞ্জুকে ট্য়াগ করে শশী লেখেন, ‘যশস্বীর নক বুঝিয়ে দিল যে, ক্লাস স্থায়ী, ফর্ম অস্থায়ী। আর কিপার-ব্য়াটার নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়, সঞ্জুর অনায়াসে টি-২০ বিশ্বকাপের দলে থাকা উচিত। এখানেই শেষ নয়, রোহিত শর্মার পর সঞ্জুকেই ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হিসেবে লালন করা উচিত। আপনাদের কোনও সন্দেহ আছে নাকি?’

এই ট্য়ুইট ধরে শশী লেখেন, ‘খুশি মনেই আমার সতীর্থ সাংসদ হরভজন সিংয়ের সঙ্গে আমি সহমত পোষণ করছি। যশস্বী জয়সওয়াল এবং সঞ্জুকে নিয়ে ওঁর বক্তব্য়ই আমারও। আমি কয়েক বছর ধরেই এই নিয়ে তর্ক করে আসছি যে, সঞ্জু জাতীয় দলে প্রাপ্য় সুযোগ পায়নি। এই মুহূর্তে সঞ্জু আইপিএলের এক নম্বর উইকেটকিপার-ব্য়াটার। দল নিয়ে বিতর্ক থাকলেও সেভাবে সঞ্জুকে নিয়ে আলোচনা হচ্ছে না। সঞ্জুর বিচার চাই! এই রাজস্থান রয়্যালস দলটার জন্য় আমার মনে একটা নরম জায়গা রয়েছে। দলের নেতৃত্বে একজন তরুণ ক্রিকেটার। যাকে আমি সেই ১৪ বছর বয়স থেকে তিরুঅনন্তপুরমে অনুপ্রেরণা দিয়ে আসছি। আমি ওকে তখনই প্রথম ক্লাবের হয়ে খেলতে দেখেছিলাম। ওর কেরিয়ারের প্রতিটি পর্যায়ে আমি সমর্থন জুগিয়ে এসেছি।’ 

আইপিএল শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ। হাতে আর বেশি দিন বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। অংশ নিতে চলা ২০টি দলই তাদের রণকৌশল মোটামুটি ছকে নিয়েছে। বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারতও হাত গুটিয়ে বসে নেই। রাহুল দ্রাবিড়ের থিংকট্য়াংক মোটামুটি দল বেছেই ফেলেছে। সামান্য় পরিবর্তন আসবে। তা আর বলার অপেক্ষা রাখে না। দেখা যাক সঞ্জু জায়গা পান কিনা! আট ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্য়ালস অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। বলার অপেক্ষা রাখে না যে, সঞ্জুর ক্য়াপ্টেনসি নিঃসন্দেহে লেটার মার্কস পাওয়ার মতোই।

আরও পড়ুন: Sunil Narine | KKR | T20 World Cup 2024: মাঠে জ্বালাচ্ছেন অলরাউন্ড মশাল, ঘরের মাঠেই বিশ্বকাপ, অবসর ভেঙে ফিরছেন নারিন?

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)