sports highlights IPL 2024 DC vs GT Rishabh Pant Mukesh Kumar know latest updates of teams players matches and highlights of 24 April

কলকাতা: আইপিএলে (IPL) রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারাল দিল্লি ক্যাপিটালস (DC vs GT)। শুক্রবার ইডেনে নামছে কেকেআর। সেই ম্যাচের আগে কলকাতায় প্র্যাক্টিস শুরু শিখর ধবনদের। খেলার দুনিয়ার সারাদিন।

দিল্লির নাটকীয় জয়

মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েল যখন রশিদ খানের ক্যাচটা ফেলে দিলেন, আফগান তারকার নামের পাশে জ্বলজ্বল করছিল ০। সেই রশিদই পরের ১০ বলে ২০ রান করে দিল্লি ক্যাপিটালস শিবিরকে আতঙ্কিত করে তুলেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ১৯ রান দরকার, এমন পরিস্থিতিতে সেই মুকেশকেই প্রথম ২ বলে পরপর চার মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রশিদ। পঞ্চম বলেও ছক্কাও মারেন। তবে শেষরক্ষা হয়নি। দিল্লি ক্যাপিটালস শিবিরের কান ঘেঁষে বেরিয়ে গেল পরাজয়ের লজ্জা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রান জিতলেন ঋষভ পন্থরা। ২২৫ রান তাড়া করতে নেমে ২২০/৮ স্কোরে আটকে গেলেন শুভমন গিলরা।

ধবনের ফিটনেস নিয়ে প্রশ্ন

পাঞ্জাব কিংসের (Punjab Kings) সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনি। টুর্নামেন্টের শুরুতে ছন্দে ছিলেন। ৫ ম্যাচে একটি হাফসেঞ্চুরি, ১৫২ রান করেছিলেন। কিন্তু কাঁধের চোট কাঁটা হয়ে দাঁড়ায় শিখর ধবনের (Shikhar Dhawan)। পাঞ্জাব কিংসের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক। ধবনের পরিবর্তে পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। পয়েন্ট টেবিলেও ক্রমশ পিছোচ্ছে পাঞ্জাব কিংস। ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে আছে পাঞ্জাব। বাকি আট ম্যাচের সবকটি জিতলে তবেই প্লে অফের দরজা খুলতে পারে পাঞ্জাবের।

কাজটি কঠিন। তবে অসম্ভব নয়। শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে প্রীতি জিন্টার দল। সেই ম্যাচে কি খেলতে পারবেন ধবন? 

মঙ্গলবার কলকাতায় পৌঁছে গিয়েছে পাঞ্জাব কিংস। বুধবার ইডেনে পুরোদমে অনুশীলন করল পাঞ্জাব। ধবনও ছিলেন প্র্যাক্টিসে। দেখে অন্তত তাঁকে সম্পূর্ণ ফিট মনে হয়নি। দিল্লির বাঁহাতি ব্যাটার নেটে ব্যাটিং করেননি। জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোনের মতো বিদেশি তারকা হোক বা শশাঙ্ক সিংহ, আশুতোষ শর্মার মতো ভারতীয় তরুণ – সকলে যখন নেটে পুরোদস্তুর ব্যাটিং করলেন, তখন ধবনকে দেখা গেল ক্লাব হাউসের ঠিক সামনের অংশে নকিং করছেন। তাও শুধু ড্রাইভ শট খেলতে দেখা গেল বাঁহাতি ব্যাটারকে।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বোলাররা নানা কৌশলে ব্যাটারকে কোণঠাসা করতে চাইবেন। শরীর লক্ষ্য করে ধেয়ে আসবে শর্ট বল। যা সামলানোর জন্য পুল, হুক বা কাট অনায়াসে খেলতে হবে ব্যাটারকে। তবেই বোলার জব্দ হবে। 

ধবনকে দেখে অন্তত পুরো ফিট মনে হয়নি। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ। মাঝে আর মাত্র ২৪ ঘণ্টা সময়। খুব অলৌকিক কিছু না ঘটলে এই একদিনের মধ্যে ম্যাচ ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম।

প্রত্যাশার চাপ নিতে নারাজ শ্রেয়স

একে বাংলার মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা। তার ওপর আবার দলের মালিকের নাম শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক।

তবে প্রত্যাশার চাপ নিয়ে বেশি ভাবছেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যাঁর কাঁধে এখন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেতৃত্বের গুরুদায়িত্ব। দশ বছর হয়ে গিয়েছে ট্রফিহীন নাইটরা। গত মরশুমে চোটের জন্য খেলতে পারেননি। তবে এবার তাঁর চোট নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে জল্পনা থাকলেও, সব আলোচনা উড়িয়ে খেলছেন শ্রেয়স। দলকে নেতৃত্বও দিচ্ছেন। শুক্রবার ইডেনে কেকেআরের সামনে পাঞ্জাব কিংস। তার আগে শ্রেয়স বলেছেন, ‘আমি কোনও প্রত্যাশা রাখছি না। কারণ, যখন প্রত্যাশা রেখেছি, দেখেছি তাতে অহেতুক চাপ তৈরি হয়েছে। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। আর তাতেই হতাশা গ্রাস করে। আমি বর্তমানে বাঁচতে চাই। মাথা নীচু করে মাটিতে পা রেখে চলতে চাই। কঠোর পরিশ্রম করে গোটা টুর্নামেন্টে একটা ছন্দ বজায় রাখতে চাই।’ 

গম্ভীরের অন্ধবিশ্বাস

তাঁর নেতৃত্বে তিন বছরের মধ্যে দুবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথমে ২০১২ সালে, ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। তারপর ২০১৪ সালে, ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে (তখন নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব)। তারপর থেকে আর ট্রফির দেখা পায়নি কেকেআর।

ভাগ্য ফেরাতে এবার গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর করে ফিরিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। মেন্টর হিসাবে ফিরে দলের খেলায় ছন্দ ফিরিয়েছেন গৌতি। এবার কেকেআরের প্রাক্তন অধিনায়ককে নিয়ে মজার গল্প শোনালেন ওয়াসিম আক্রম। কেকেআরের প্রাক্তন বোলিং কোচ জানালেন, অন্ধ বিশ্বাসের জন্য কীভাবে গম্ভীরের জন্য হোটেলের রুম বুক করতে গিয়ে সমস্যায় পড়তে হতো কেকেআর শিবিরকে।

পাকিস্তানের কিংবদন্তি পেসার জানিয়েছেন, সংখ্যাতত্ত্বে বিশ্বাস করতেন গম্ভীর। এতটাই যে, তাঁর জন্য নির্দিষ্ট সংখ্যার ঘরই বুক করতে হতো। সেই সংখ্যাটা হতে হতো হয় ৯, অথবা ৯-এর কোনও গুণিতক। যেমন ৩৬, বা ৪৫। যা জোগাড় করতে অনেক সময় কেকেআর টিম ম্যানেজমেন্টকে হিমশিম খেতে হতো।

সচিন ৫১

২৪ এপ্রিল মানেই শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটে এক স্মরণীয় দিন। কারণ, এদিন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar Birthday) জন্মদিন। বুধবার ৫১ বছর পূর্ণ করলেন সচিন। ঘড়ির কাঁটা ২৪ এপ্রিল রাত বারোটা স্পর্শ করতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভাসলেন।

আরও পড়ুন: ইডেনে ব্যাটিং শুরু ধবনের, পাঞ্জাব অধিনায়ক কি ফিট? নাইটদের বিরুদ্ধে খেলবেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন