UN organize meeting with 176 countries for reducing plastic pollution on earth day bengali news

UN Meeting On Plastic Pollution: রনে বনে জলে জঙ্গলে – সর্বত্র এখন প্লাস্টিক আর প্লাস্টিক। মানুষ, পরিবেশ, অসংখ্য জীবকূলের অগণিত ক্ষতি করে যাচ্ছে এই একটি আবিষ্কার। দ্রুত সারা বিশ্ব জুড়ে বেড়ে চলেছে দূষণের পরিমাণ। প্লাস্টিক দূষণের এই পরিমাণ কমাতেই এবার কানডার ওটাওয়াতে ১৭৬টি দেশের বৈঠক আয়োজিত হল। ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির ওই বৈঠকে স্থলভাগের পাশাপাশি আলোচনা হল জলভাগের প্লাস্টিক দূষণ নিয়েও। বিশ্বের স্থলভাগের পাশাপাশি জলভাগের মধ্যে ছড়িয়েছে এই দূষণ। যার ফলে বিভিন্ন জলজ প্রাণীরা আজ সংকটে। চুক্তিমাফিক দূষণ নিয়ন্ত্রণের কাজে অগ্রসর হতেই এই বৈঠক করা হয়। 

কী বললেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল ?

আর্থ ডে অর্থাৎ পৃথিবী দিবস উপলক্ষে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। তাতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তনিও গুতেরেস বলেন, প্লাস্টিক কোনও সীমা মেনে চলে না। সারা বিশ্বের প্রতিটি সজীব পদার্থ এমনকি জড় পদার্থকেও দূষিত করে চলেছে প্লাস্টিক। তাই মানবসভ্যতাকে বাঁচাতে হলে প্লাস্টিকের ব্যবহার রুখতে হবে। মানবাধিকারকে গুরুত্ব দিয়ে এই দূষণ কমানোর বার্তা দেন তিনি।

কী গুরুত্ব এই বৈঠকের ?

চলতি বছর ইন্টারগভর্নমেন্টাল নেগোশিয়েটিং কমিটির চতুর্থ সেশন অনুষ্ঠিত হচ্ছে। ২৩ শে এপ্রিল থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত বিশেষ বক্তৃতা সভার আয়োজন করা হয়েছে। ১৭৪টি দেশ ওই সভায় যোগ দিতে পারে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রের‌। প্রসঙ্গত এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। যার ভিত্তিতে ২০২৪ সালের শেষ দিকে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে একটি রফায় আসবে দেশগুলি। 

ভবিষ্যতে চোকাতে হবে বড় মূল্য

গ্রিনপ্লেস কানাডার কথায়, প্লাস্টিক দূষণ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে চুক্তি হতে পারে এই বৈঠকের ভিত্তিতে । যার ফলে দূষণের বিপুল সমস্যা থেকে অনেকটা রেহাই পাবে পৃথিবী। ওই সামিটে পরিবেশিত তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রতি বছর প্লাস্টিকের জন্য মোট ২ ট্রিলিয়ন ডলার ব্যয় হয়‌। যা ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ কোটি টাকার সমান। দূষণ এখন থেকেই নিয়ন্ত্রণে না আনলে ২০৬০ সালে বর্জ্যের পরিমাণ বেড়ে তিনগুণ হবে‌। যার জেরে বড় মূল্য চোকাতে হবে গোটা বিশ্বকেই।  

তথ্যসূত্র – আইএএনএএস 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Health News: দিনে কত গ্রাম কৃত্রিম চিনি খাবেন ? কতটা খেলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন