Akhil Giri: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি

লোকসভা ভোটের মুখে ফের একবার তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বৃহস্পতিবার এক দলীয় সভায় তৃতীয় লিঙ্গের মানুষদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। মন্ত্রীমশাই বলেন, ‘অভিজিৎ গাঙ্গুলি কি হিজড়া? উনি তো হিজরাদের মতো কাজ করছেন’।

আরও পড়ুন: ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা

পড়তে থাকুন: ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার সন্ধ্যায় তমলুকে তৃণমূলের শিক্ষক সংগঠনের সমাবেশে অখিল গিরি বলেন, ‘কাল তমলুকে একটা সভায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী না কি রোহিঙ্গা। তাহলে আমিও বলেছি, অভিজিৎ গাঙ্গুলি কি হিজড়া?’ এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল বলেন, ‘গতকাল ওরা আমাদের মুখ্যমন্ত্রীকে রোহিঙ্গা বলেছে। ওরা ভাষা সংযত করুক। আমরাও ভাষা সংযত করব।’ অখিল আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী কাঁথিতে নিজের বাবাকে ২ লক্ষ ভোটে কোনও দিন জেতাতে পারেনি। ওর ভাইকে কী করে জেতাবে? ওরা কাঁথিতে ২ লক্ষ ভোটে হারবে।’

অখিল গিরির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, পরাজয় আসন্ন জেনে অবসরপ্রাপ্ত বিচারপতি ও তৃতীয় লিঙ্গের মানুষদের একসঙ্গে অপমানজনক কথা বলছেন অখিল গিরি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করে বৃহত্তর মেদিনীপুর থেকে তৃণমূল ধুয়ে মুছে যাবে। রাজ্যপাট যাওয়ার ভয়ে ভুল বকছে অখিল গিরি।

আরও পড়ুন: টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস

এর আগে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন অখিল গিরি। সেই মন্তব্যের জন্য গোটা দেশের ধিক্কারের মুখে পড়তে হয়েছিল তৃণমূলকে। চাপের মুখে বাধ্য হয়ে অখিলকে সেন্সর করে তৃণমূল। ভোটের মুখে মুখ খুলে ফের বিভ্রাট বাঁধালেন তিনি।