Calcutta High Court: ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের

তৃণমূল জমানার নিয়োগপ্রক্রিয়ায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ধরা পড়ায় যখন গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তখনই ১৫ বছর আগে বাম জমানার প্যানেলকে স্বীকৃতি দিয়ে ২ মাসের মধ্যে ৮০০ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ২০০৯ সাল থেকে উত্তর ২৪ পরগনার প্যানেলভুক্ত ও প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। আদালতের নির্দেশে কি অবশেষে হাসি ফুটতে চলেছে তাদের মুখে? না কি, এই রায়কেও চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার?

আরও পড়ুন: ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা

পড়তে থাকুন: ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর

২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় উত্তর ২৪ পরগনায় দুর্নীতি হয়েছিল বলে জানিয়েছে আদালত। যার ফলে ৮৬৭ জন প্যানেলভুক্ত প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। সেই চাকরিতে তাঁদের ২ মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই নিয়োগপ্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল তা আদালতে স্বীকার করে নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এর পর বিচারপতি সংসদের আইনজীবীকে প্রশ্ন করেন, তদন্ত চান, না কি বঞ্চিতদের নিয়োগ দেবেন? জবাবে সংসদের আইনজীবী জানান, নিয়োগ দিতে প্রস্তুত তারা। ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়াতেও দুর্নীতি হয়েছিল। আদালতের নির্দেশে সেখানেও ১৫০০ প্রার্থীকে নিয়োগ দিতে বাধ্য হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা

বলে রাখি, সোমবার কলকাতা হাইকোর্ট SSC দুর্নীতিতে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয়। এর পর আদালতের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানিয়ে ‘চাকরি খেয়ে নেওয়া’র অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃস্পতিবার আদালতেরই নির্দেশে ১৫ বছর পর নিয়োগ পেতে চলেছেন প্রায় ৮০০ চাকরিপ্রার্থী।