Car Accident: সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬

বৃহস্পতিবার ভোরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দিলে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত চারজন। তেলেঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে (এনএইচ-৬৫) এই দুর্ঘটনা হয়।

ভোর পৌনে চারটে নাগাদ ঘটনাটি হয় কোদাদ ব্লকের দুগাপুরম গ্রামে। মৃতরা হলেন খাম্মাম জেলার বনকাল মণ্ডলের গোবিন্দপুরমের বাসিন্দা শ্রীকান্ত, মানিক্যম্মা, চন্দ্র রাও, কৃষ্ণা রাও, স্বর্ণা ও লাস্য। তাদের বয়স এখনো জানা যায়নি।

কোদাদের ডেপুটি পুলিশ সুপার এম শ্রীধর রেড্ডি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য কোদাদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

আরও পড়ুন। গাড়ির সামনে ছিল নিজেরই সন্তান, না দেখে চারচাকা চালিয়ে দিলেন বাবা! নিমেষের অসতর্কতায় করুণ পরিণতি

রেড্ডি জানিয়েছেন, একটি গির্জার অনুষ্ঠানে যোগ দিতে একই পরিবারের ১০ জন তাঁদের স্পোর্টস ইউটিলিটি গাড়িতে করে হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়া যাচ্ছিলেন।

দুর্গাপুরমে পৌঁছতেই ১০০-১১০ কিলোমিটার গতিতে ছুটে আসা তাঁদের গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জন মারা যান ও চারজন আহত হন।

আরও পড়ুন। পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০

পুলিশের অনুমান, অতিরিক্ত গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এম শ্রীধর রেড্ডি বলেন, ‘চালক সম্ভবত খেয়াল করেননি যে ট্রাকটি বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। আমরা একটি দুর্ঘটনার মামলা দায়ের করেছি এবং তদন্ত শুরু করছি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।