IPL 2024 Mitchell Starc didnt bowl at Kolkata Knight Riders practice at Eden Gardens ahead of KKR vs PBKS match

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL) মিনি নিলামের পর থেকেই তাঁকে নিয়ে শোরগোল। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দাম দিয়ে তাঁকে দলে নিয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স (KKR)। যারা কোনও তারকার পিছনে ছোটে না বলেই রেওয়াজ, পরিচিতি ছিল। কোনও মহাতারকাকে কিনতে রেকর্ড অর্থ খরচ করা হচ্ছে, এরকম মরিয়া মনোভাব নাইটদের শিবির থেকে কখনও দেখানো হয়নি।

দেখানো হয়েছে একমাত্র মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিয়ে। অস্ট্রেলিয়ার জোড়া ওয়ান ডে বিশ্বকাপজয়ী তারকা ফাস্টবোলারকে যে দামে কিনেছে কেকেআর, টুর্নামেন্টের ১৭ বছরের ইতিহাসে এত দাম আর কখনও কেউ পাননি।

তবে আইপিএলে পারফরম্যান্স দিয়ে মন জয় করতে পারেননি স্টার্ক। ৭ ম্যাচে মাত্র ৬ উইকেট। ইকনমি রেট? ১১.৪৮। পার্পল ক্যাপের দৌড়ে ৪০ নম্বরে আছেন বাঁহাতি পেসার। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে স্টার্কের জন্যই কার্যত হারতে বসেছিল কেকেআর। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন, এমন পরিস্থিতিতে আরসিবির ৯ নম্বর ব্যাটার কর্ণ শর্মা শেষ ওভারে পরপর তিনটি ছক্কা মেরে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলারকে।

প্রশ্ন উঠছে, নাইটদের প্রথম একাদশ থেকে কি ছেঁটে ফেলা উচিত স্টার্ককে? কেউ কেউ তো এমনও বলছেন যে, অন্তত ২-১টি ম্যাচে বিশ্রাম দেওয়া উচিত স্টার্ককে। যাতে তিনি নিজেকে গুছিয়ে নিয়ে নতুন উদ্যমে বোলিং করতে পারেন।

শুক্রবার ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের দুদিন আগে, বুধবার ইডেনে প্র্যাক্টিস করলেন নাইট ক্রিকেটারেরা। হর্ষিত রানা, বৈভব অরোরার মতো প্রথম একাদশের পেসাররা পুরোদমে বোলিং করেন। তবে স্টার্ককে দেখা গেল, বোলিং করলেন না। তিনি মাঠে প্রবেশ করার পরই সকলের নজর ছিল তাঁর দিকে। স্টার্ক প্রথমে দীর্ঘক্ষণ কথা বললেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে। তারপর সতীর্থদের সঙ্গে কথা বললেন। গৌতম গম্ভীরের সঙ্গেও একবার দেখা গেল। কিন্তু বল করলেন না স্টার্ক। যা নিয়ে জল্পনা চলছে, স্টার্ক পুরো ফিট তো!

নাইট শিবির থেকে বলা হচ্ছে, বুধবার ঐচ্ছিক অনুশীলন ছিল দলের। তাই স্টার্কের ওপর বেশি ধকল যাতে না পড়ে সেটা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এরকম ঐচ্ছিক অনুশীলন হলে যাঁরা প্র্যাক্টিস করেন না, তাঁরা সাধারণত মাঠেও আসেন না। মাঠে এসেও প্র্যাক্টিস না করাটা বেশ ব্যতিক্রমী ছবি।

স্টার্ককে নিয়ে বিভ্রান্তি আর ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে সমর্থকদের হাহুতাশ।

আরও পড়ুন: ইডেনে ব্যাটিং শুরু ধবনের, পাঞ্জাব অধিনায়ক কি ফিট? নাইটদের বিরুদ্ধে খেলবেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন