Modi on inheritance Law:‘নিজের সম্পত্তি বাঁচাতে রাজীব গান্ধী তুলে দিয়েছিলেন উত্তরাধিকার আইন’, মোদীর টার্গেটে ফের কংগ্রেস

উত্তরাধিকার কর ইস্যুতে ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার মন্তব্যের পর থেকেই বিজেপি এই ইস্যুতে হাত শিবিরকে আক্রমণ করতে ছাড়ছে না। লোকসভা ভোটের মাঝে কংগ্রেসের বিরুদ্ধে মোদী সরব হয়েছিলেন সম্পত্তির বণ্টন ইস্যুতে। এরপর প্রসঙ্গে স্যাম পিত্রোদার মন্তব্য। মার্কিন উত্তরাধিকার আইনের উদাহরণ টেনে স্যাম প্রস্তাব দিয়েছিলেন ভারতেও এমন আইন আনার বিষয়ে। যে আইন মোতাবেক, কেউ মারা গেলে, তাঁর সম্পত্তির একাংশ সরকার নেবে, বাকি অংশ তাঁর উত্তরাধিকারী পাবেন। এই ইস্যুকে খোঁচা দিয়ে মোদী বলেছেন, ‘রাজীব গান্ধী তাঁর সম্পত্তি রক্ষা করতে উত্তরাধিকার আইন তুলে দিয়েছিলেন।’

স্যাম পিত্রোদার মন্তব্যে কংগ্রেস বেজায় অস্বস্তিতে। দল জানিয়েছে, বক্তব্যটি স্যাম পিত্রোদার নিজের। এদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে খোঁচার পরিমাণ বাড়িয়ে চলেছে বিজেপি। বিজেপির তরফে এদিন মধ্যপ্রদেশের মোরেনার সভায় মোদী বলেন, ‘উত্তরাধিকার কর নিয়ে যে তথ্য রয়েছে, তা চোখ খুলে দেওয়ার মতো। যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়, তখন তাঁর সন্তানরা সেই সম্পত্তির প্রাপক ছিলেন। কিন্তু তখন একটি নিয়ম ছিল, যে সম্পত্তি সন্তানের নামে যাওয়ার আগে, তার একাংশ যাবে সরকারের কাছে। যাতে সরকারের কাছে তাঁর সম্পত্তি না যায়, সেই জন্য উত্তরাধিকার আইন তুলে দেন।’ এছাড়াও মোদীর তোপ, ‘সাম্প্রদায়িক তোষণকে হাতিয়ার’ করেছে কংগ্রেস। এই ইস্যুতে তিনি কর্ণাটকে কংগ্রেসের সরকারের প্রসঙ্গ তোলেন। মোদী বলেন, ‘ কর্ণাটকে কংগ্রেস সরকার আছে… তারা কর্ণাটকের মুসলিম সম্প্রদায়ের সব মানুষকে ওবিসি বলে ঘোষণা করেছে। কংগ্রেস ওবিসি সম্প্রদায়ে এত নতুন লোক যুক্ত করেছে যে আগে ওবিসিরা শিক্ষা এবং সরকারি চাকরিতে সংরক্ষণ পেতেন, কিন্তু এখন তাঁরা যে সংরক্ষণ পেতেন তা গোপনে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।’

( Water Drinking Tips in Summer: গরমে দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক? ফ্রিজের জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ? রইল জরুরি টিপস)

( JEE Main 2024 Topper:‘হাল ছাড়িনি..’, বলছেন জেইই মেইনস-র টপার! কৃষক পরিবারের সন্তান নীলকৃষ্ণ দিলেন সাফল্যের টিপস)

এছাড়াও মধ্যপ্রদেশে ওবিসি ইস্যুতে আগের কংগ্রেসেকে তোপ দিয়ে মোদী ফের উত্তরাধিকার ইস্যুটি তোলেন। মোদী বলেন, ‘ কংগ্রেস তাদের সম্পত্তি এবং মূল্যবান জিনিসপত্রের এক্স-রে করে মানুষের গহনা এবং ক্ষুদ্র সঞ্চয় বাজেয়াপ্ত করতে চায়।’ প্রসঙ্গত, এর আগেও মোদী, কংগ্রেসের বিরুদ্ধে এমন অভিযোগে সরব হয়েছেন। যা নিয়ে রাহুলদের অভিযোগ, ছিল যে, মোদী তাঁদের ইস্তেহারের ভুল ব্যাখ্যা করছেন। তা নিয়ে রাহুলরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন।